ভারতের বাজারে আসতে চলেছে সবচেয়ে সস্তা 5G ফোন। জেনে অবাক হবেন যে এটি Jio Phone 5G নয়, বরং Airtel মোবাইল হতে চলেছে। দেশের সবচেয়ে সস্তা 5G ফোনের জন্য এয়ারটেল টেক ব্র্যান্ড POCO এর সঙ্গে পার্টনারশিপ করেছে। POCO ইন্ডিয়ার হেড হিমাংশু টন্ডন POCO এবং এয়ারটেলের এই পার্টনারশিপ সম্পর্কে ঘোষণা করেছেন। এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
POCO Airtel 5G পার্টনারশিপ
পোকো ইন্ডিয়ার কান্ট্রি হেড হিমাংশু টন্ডন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার) এর মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন তারা একটি সস্তা 5G ডিভাইস নিয়ে কাজ করছে এবং এটির জন্য টেলিকম অপারেটর এয়ারটেলের সঙ্গে সাথে পার্টনারশিপ করা হয়েছে। তবে এই আপকামিং পোকো এয়ারটেল পার্টনারশিপ থেকে তৈরি ফোনটি নতুন একটি পোকো ফোন হিসেবে লঞ্চ করা হবে না কি মার্কেটে উপস্থিত পোকো স্মার্টফোনকে এয়ারটেল এডিশন হিসেবে পেশ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
'POCO X Airtel' another partnership! Coming soon!#5GRevolution #5GDisruption #5G
— Himanshu Tandon (@Himanshu_POCO) March 5, 2024
ব্র্যান্ডের সবচেয়ে সস্তা 5জি ফোন
POCO M6 5G ফোনটি বর্তমানে ব্র্যান্ডের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন। 4GB RAM + 128GB স্টোরেজ সহ এই ফোনটির দাম মাত্র 9,999 টাকা। একইভাবে ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ ভার্সন 10,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভার্সন 11,999 টাকা দামে ফ্লিপকার্টে সেল করা হচ্ছে। তাই POCO M6 5G ফোনটিরই একটি সস্তা এয়ারটেল এডিশন পেশ করা হবে বলে মন এক্রা হচ্ছে।
Jio Phone 5G
রিলায়ান্স জিওর আপকামিং জিও ফোন 5G ভারতের সবচেয়ে স্তা 5G মোবাইল হতে পারে। কাউন্টারপয়েন্টের রিপোর্টে জিও ফোন 5G এর দাম 8,000 টাকার কাছাকাছি হবে বলে জানানো হয়েছিল। অন্যদিকে MWC 2024 এর মঞ্চে দাঁড়িয়ে কোয়ালকম অধিকারিক একটি বিশেষ চিপসেট তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন, এটি মাত্র $99 (প্রায় 8,200 টাকা) এর চেয়েও কম দামের ফোনে 5G সাপোর্ট দিতে সক্ষম হবে। এই চিপসেট জিও 5G ফোনে যোগ করা হতে পারে।