দেখে নিন 2023 সালের সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসরের তালিকা

Highlights

  • প্রসেসর স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার।
  • একটি স্মার্টফোন প্রসেসর ছাড়া কোন কাজ করতে পারে না।
  • প্রসেসর যেকোনো ইলেকট্রনিক ডিভাইসের মস্তিষ্ক হিসেবে কাজ করে।

স্মার্টফোনের পারফরম্যান্স, গেমিং এবং ইউজার এক্সপেরিয়েন্সের পাশাপাশি ব্যাটারি লাইফও কিন্তু ফোনের প্রসেসরের ওপর নির্ভর করে। প্রসেসর বা কেন্দ্রীয় প্রসেসিং ইউনিট (CPU) যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সেই ডিভাইসের মস্তিষ্ক হিসেবে কাজ করে। স্মার্টফোন, কম্পিউটার কিংবা ল্যাপটপের মতো ইলেকট্রনিক ডিভাইসের যেকোনো কাজ CPU ছাড়া সম্ভব নয়। ঠিক যেমন একজন মানুষের মস্তিষ্কের ভূমিকা। CPU ইলেকট্রনিক ডিভাইসে মস্তিষ্কের মতো কাজ করে। আরও পড়ুন: 28 মার্চ লঞ্চ হবে Redmi Note 12 Turbo স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

আপনি যদি নিজের জন্য শক্তিশালী পারফরম্যান্স সহ একটি স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই পোস্টে আমি আপনাদের জন্য 2023 সালের সেরা শক্তিশালী প্রসেসরের তালিকা নিয়ে এসেছি। এই পোস্টে আপনাদের এই প্রসেসরগুলির সম্পর্কে বিস্তারিত জানানো হল, যাতে আপনি সহজেই আপনার পরবর্তী স্মার্টফোনের প্রসেসরটির কথা মাথায় রেখে ফোনটি কেনেন।

সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসর

  • Apple A16 Bionic
  • Qualcomm Snapdragon 8 Gen 2
  • MediaTek Dimensity 9200
  • Apple A15 Bionic
  • MediaTek Dimensity 9000 Plus

Apple A16 Bionic

Apple A16Bionic হল একটি ইন-হোম প্রসেসর 6-কোর চিপসেট যা 7 সেপ্টেম্বর 2022-এ লঞ্চ করেছে। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার প্রসেস টেকনোলজিতে নির্মিত। এই প্রসেসরে 2টি 3460 MHz এ এবং 4টি 2020 MHz এ ক্লক করা হয়েছে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে Apple প্রসেসরের স্কোর নীচে দেওয়া হল।

AnTuTu 9 স্কোর 951329
GeekBench 5 স্কোর সিঙ্গেল কোর – 1884 | মাল্টি কোর – 5421
3DMark স্কোর 9835

Apple A16 Bionic সহ লঞ্চ হওয়া ফোন

Apple iPhone 14 Pro
Max Apple iPhone 14 Pro

Qualcomm Snapdragon 8 Gen 2

Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেটে 8-কোর রয়েছে। এটি 15 নভেম্বর 2022 এ চালু হয়েছিল।Qualcomm এর এই প্রসেসরটি 4 ন্যানোমিটার প্রসেস টেকনোলজিতে নির্মিত। এই প্রসেসরের 1 টি কোর Cortex-X3 তে 3200 MHz এ ক্লক করেছে, ডুয়াল কোর Cortex-A715 2800 MHz এ ক্লক করেছে, 2 কোর Cortex-A710 2800 MHz এ ক্লক করেছে এবং 3 কোর Cortex-A510 2000 MHz এ ক্লক করেছে। এই বেঞ্চমার্ক স্কোর নীচে বিশদভাবে দেওয়া হল। আরও পড়ুন: দেখে নিন Android 14 লঞ্চের টাইমলাইন, থাকবে এইসব বিশেষ ফিচার

AnTuTu 9 স্কোর 1282570
GeekBench 5 স্কোর সিঙ্গেল কোর – 1496 | মাল্টি কোর – 5009
3DMark স্কোর – 12270

Snapdragon 8 Gen 2 সহ এইসব ফোন লঞ্চ হয়েছে

Vivo X90 Pro Plus
ZTE Nubia Red Magic 8 Pro Plus
ZTE Nubia Red Magic 8 Pro
Xiaomi Redmi K60 Pro
OnePlus 11
Motorola Moto X40
Samsung Galaxy S23
Xiaomi 13 Pro
Vivo iQOO 11
Xiaomi 13

MediaTek Dimensity 9200

MediaTek Dimensity 9200 হল একটি 8-কোর চিপসেট, যা 8 নভেম্বর, 2022-এ রিলিজ হয়েছিল। এই প্রসেসরটি 4-ন্যানোমিটার প্রসেস টেকনোলজিতে নির্মিত।এই চিপসেটে 1 কোর Cortex-X3 3050 MHz , 3 কোর Cortex-A715 কে 2850 MHz এ এবং 4 কোর Cortex-A510 কে 1800 MHz ক্লক করা হয়েছে। নীচে এই প্রসেসরের বেঞ্চমার্ক স্কোর দেওয়া হল।

AnTuTu 9 স্কোর – 1215643
GeekBench 5 স্কোর সিঙ্গেল কোর – 1303 | মাল্টি কোর – 5012
3DMark স্কোর 12249

MediaTek Dimensity 9200 সহ লঞ্চ হওয়া স্মার্টফোন

Vivo X90 Pro
Vivo X90

Apple A15 Bionic

Apple A15 Bionic হল 6-কোর চিপসেট, যা 14 সেপ্টেম্বর 2021 এ রিলিজ হয়েছিল। এই প্রসেসরটি 5-ন্যানোমিটার প্রসেস টেকনোলজিতে নির্মিত। এই প্রসেসরের ক্লক 2 কোর 3240 MHz এ এবং 4 কোর 2020 MHz এ ক্লক করা হয়েছে। এই প্রসেসরের বেঞ্চমার্ক স্কোরের ডিটেইলস নীচে দেওয়া হল।

AnTuTu 9 স্কোর – 800568
GeekBench 5 স্কোর সিঙ্গেল কোর – 1741 | মাল্টি কোর – 4819
3DMark স্কোর 9471।

Apple A15 Bionic সহ লঞ্চ হওয়া স্মার্টফোন

Apple iPhone 14
Apple iPhone 13
Apple iPhone 13 Pro Max
Apple iPhone 13 Pro
Apple iPhone 14 Plus
Apple iPhone 13 Mini
Apple iPhone SE (2022)

MediaTek Dimensity 9000 Plus

MediaTek Dimensity 9000 Plus হল 8-কোর চিপসেট, যা 4ই জুলাই 2022-এ রিলিজ হয়েছে। এই মোবাইল চিপসেটটি 4-ন্যানোমিটার প্রসেস টেকনোলজিতে নির্মিত। এই প্রসেসরটি 1 কোর Cortex-X2 এ 3200 MHz দ্বারা চালিত, 3 কোর Cortex-A710 এ 2850 MHz, এবং 4 কোর Cortex-A510 এ 1800 MHz ক্লক করেছে। এর বেঞ্চমার্কের ডিটেইলস নীচে দেওয়া হল। আরও পড়ুন: 50MP+50MP+50MP শক্তিশালী ক্যামেরা সেটআপসহ লঞ্চ হল OPPO Find X6 স্মার্টফোন, দেখে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

AnTuTu 9 স্কোর – 1150915
GeekBench 5 স্কোর সিঙ্গেল কোর – 1343 | মাল্টি কোর – 4370
3DMark স্কোর – 9486

MediaTek Dimensity 9000 Plus সহ লঞ্চ হওয়া স্মার্টফোন

Asus ROG Phone 6D
Asus ROG Phone 6D Ultimate
Xiaomi 12 Pro (Dimensity)
Oppo Find N2 Flip

বেঞ্চমার্ক টেস্ট কি?

যেকোনো CPU বা প্রসেসরের বেঞ্চমার্ক টেস্ট থেকে জানা যায় যে সেই প্রসেসরে আপনার পছন্দের অ্যাপ, গেম চালানো সম্ভব কি না। সহজ কথায় CPU এর পারফরম্যান্স পরিমাপের জন্য বেঞ্চমার্ক টেস্ট করা হয়। CPU বেঞ্চমার্কের জনপ্রিয় টুল হল AnTuTu, GeekBench এবং 3DMark।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here