Jiobook কে টক্কর দিতে হাজির Primebook! দাম মাত্র 15 হাজার টাকা, জেনে নিন বিস্তারিত

Highlights

  • চার বন্ধু মিলে তৈরি করেছে Primebook ল্যাপটপ।
  • Primebook এর দাম Jiobook এর থেকে কম অর্থাৎ মাত্র 15000 টাকা।
  • এই চার বন্ধুর বিজনেস প্ল্যানে বিনিয়োগ করেছে Sharksা।

Reliance Jio এর সঙ্গে পাল্লা দিতে IIT-এর চার বন্ধু এমন একটি প্রোডাক্ট তৈরি করেছে, যেটা সব জায়গায় প্রশংসা পাচ্ছে। আসলে, সোনি চ্যানেলের জনপ্রিয় শো Shark Tank India Season 2 তে চার বন্ধু এমন একটি আইডিয়া নিয়ে এসেছিল যেটা শুনে Shark ও হতবাক হয়ে গিয়েছিল। IIT তে অধ্যয়নরত এই চার বন্ধু মিলে Primebook নামে একটি স্টার্টআপ শুরু করেছে, যারা মাত্র 15000 টাকায় ল্যাপটপ সরবরাহ করছে। এটা স্পষ্ট যে এই Primebook এবং Jio-এর JioBook এর মধ্যে জোরদার টক্কর দেখা যাবে। আরও পড়ুন: দক্ষিণের মুভির রিমেক করা হয়েছে Akshay Kumar-এর ফিল্ম Selfiee, জেনে নিন কোথায় দেখবেন

15,000 টাকার ল্যাপটপটি এইভাবে প্রি-বুক করতে পারবেন

Shark Tank India তে এসে দিল্লির IIT তে অধ্যয়নরত এক ছাত্র তাদের এই 15,000 টাকার ল্যাপটপটি দেখিয়েছন। তিনি বলেছেন যে Android 11 বেসড এই ল্যাপটপে অনেকগুলি দুর্দান্ত ফিচার রয়েছে যা এই ল্যাপটপটিকে বিশেষ করে তুলেছে। এছাড়াও, কোম্পানির প্রতিষ্ঠাতারা দাবি করেছেন যে তাদের Primebook প্রাইম OS এর উপর বেস করে নির্মিত। আপনারা কোম্পানির সাইটে গিয়ে মাত্র 499 টাকায় এই ল্যাপটপটি প্রি-বুক করতে পারেন।

Primebook এর ফিচার এবং স্পেসিফিকেশন

Android 11 বেসড এই OS ল্যাপটপে 2 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এটি সিঙ্গেল চার্জে (5,000 mAh ব্যাটারি) 12 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেয়। এছাড়াও এই 1.2 কেজি ওজনের ল্যাপটপে 4GB র‌্যাম, 64GB স্টোরেজ এবং MediaTek Chipset MTK8788 এর মতো ফিচার রয়েছে। এছাড়াও এই প্রাইমবুকে 11.6 ইঞ্চি (1366×768 পিক্সেল রেজলিউশন) HD ডিসপ্লে রয়েছে। আরও পড়ুন: 30 হাজারেরও কম দামে পেয়ে যাবেন এই ই-সাইকেলটি, সিঙ্গেল চার্জে চলবে 30KM

4G সাপোর্ট সহ প্রাইমবুকের এই অপারেটিং সিস্টেমটি এখন পর্যন্ত 140টি দেশে 30 লাখেরও অধিকবার ডাউনলোড করা হয়েছে। এছাড়াও Shark Tank এর চারজন বিচারকই ডিভাইসটি পছন্দ করেছেন। কিন্তু, Shark পীযূষ এবং আমান গুপ্তা 75 লক্ষ টাকায় স্টার্টআপে 3 শতাংশ শেয়ার নিয়েছেন।

Jio এর সাথে জোরদার টক্কর

এই শো চলাকালীন, শার্ক বিনিতা জিজ্ঞাসা করেছিলেন যে Jiobook আসছে এবং এই Jiobook কিন্তু Primebook কে ছিটকে ফেলে দিতে পারে। এই প্রশ্নের উত্তরে Primebook এর অন্যতম সহ-প্রতিষ্ঠাতা চিত্রাংশু বলেছেন যে তারা Jiobook এর সাথে লড়াই করতে প্রস্তুত। আরও পড়ুন: মাত্র 9,999 টাকা দামে লঞ্চ হল 50MP Camera এবং 7GB RAM-এর ক্ষমতাসম্পন্ন এই অসাধারণ স্মার্টফোন, Jio ইউজাররা পাবেন 1 হাজার টাকা সস্তা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here