সামনে এল আরেকটি সস্তা Motorola স্মার্টফোন, Moto G20 নামে হবে লঞ্চ

মোটোরোলা ইতিমধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 25 মার্চ কোম্পানি টেক মার্কেটে তাদের Moto G100 নামের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। প্রধানত ওই ফোনটির গ্লোবাল লঞ্চ অনুষ্ঠিত হবে এবং এরপর বিভিন্ন মার্কেটে Moto G100 পেশ করা হবে। ফোনটি লঞ্চের আগেই মার্কেটে কোম্পানির আরেকটি নতুন স্মার্টফোন Moto G20 এর নাম শোনা যাচ্ছে। কোম্পানির এই নতুন ফোনটি বেঞ্চমার্কিং সাইটে লিস্টেড হয়েছে, ফলে লঞ্চের আগেই এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে।

আরও পড়ুন: 12GB RAM ও 5G কানেক্টিভিটির সঙ্গে এল iQOO Neo 5, জেনে নিন ডিটেইলস

চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Moto G20 ফোনটি লিস্টেড করা হয়েছে। ওয়েবসাইটে সরাসরি ফোনটির নাম উল্লেখ্য করা হয়েছে এবং বুঝিয়ে দেওয়া হয়েছে ফোনটি কোম্পানির ‘জি’ সিরিজে পেশ করা হবে। আজ অর্থাৎ 17 মার্চ এই লিস্টিং করা হয়েছে। গীকবেঞ্চে Moto G20 ফোনটি সিঙ্গেল কোর ও মাল্টি কোরে যথাক্রমে 378 এবং 1322 পয়েন্ট পেয়েছে। গীকবেঞ্চের মাধ্যমে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।

গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী Moto G20 ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দেওয়া হবে। ফোনটি 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে ইউনিএস‌ওসি চিপসেটে রান করবে বলে জানা গেছে। এটি 12 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি টি700 হতে পারে। জানিয়ে রাখি এই চিপসেট 90 হার্টস রিফ্রেশরেট সাপোর্টেড। আরও বলা হয়েছে এই ফোনে 4 জিবি র‍্যাম যোগ করা হবে।

আরও পড়ুন: 8GB RAM ও অন‍্যান‍্য দুর্দান্ত ফিচারের সঙ্গে লঞ্চ হল OPPO Reno 5F, চাপের মুখে শাওমি-ভিভো

Moto G100

এখনও পর্যন্ত পাওয়া Moto G100 এর ডিটেইলস অনুযায়ী এই ফোনে 21’9 আসপেক্ট রেশিও এবং 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে অন‍্যতম অ্যাডভান্স গেমিং চিপসেট কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 870 চিপসেটে রান করবে বলে জানা গেছে।

ফোটোগ্রাফির জন্য Moto G100 এরব‍্যাক প‍্যানেলে ট্রিপল ও ফ্রন্ট প‍্যানেলে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়ার সম্ভাবনা আছে। এক‌ইভাবে এই ফোনে সেলফির জন্য 16 মেগাপিক্সেলের প্রাইমারি ও 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here