12GB RAM ও 5G কানেক্টিভিটির সঙ্গে এল iQOO Neo 5, জেনে নিন ডিটেইলস

প্রিমিয়াম স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি iQOO আগামী মাসে ভারতে তাদের ফ্ল‍্যাগশিপ ফোন iQOO 7 লঞ্চ করতে পারে, যা স্বয়ং কোম্পানি টুইট করে জানিয়েছে। অন‍্যদিকে তার আগেই কোম্পানি চীনে iQOO Neo 5 5G স্মার্টফোন লঞ্চ করেছে। ভিভোর সাব ব্র‍্যান্ড আইকু তাদের এই নতুন ফোনে বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার যোগ করেছে। এই ফোনটি গত বছর এপ্রিল মাসে লঞ্চ করা iQOO Neo 3 5G এর‌ই আপগ্ৰেডেড ভার্সন। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির দাম, ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে।

আরও পড়ুন: স‍্যামসাঙের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন হতে চলেছে Samsung Galaxy A22

iQOO Neo 5 5G এর ডিজাইন

কোম্পানি তাদের নতুন iQOO Neo 5 5G এর ফ্রন্ট প‍্যানেলে স্ক্রিনের ওপরের দিকে মাঝ বরাবর সিঙ্গেল সেলফি ক‍্যামেরাযুক্ত পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত। পাঞ্চ হোল থাকায় স্ক্রিনের তিন দিক বেজল লেস রাখা হয়েছে, তবে নিচের দিকে অল্প চিন পার্ট আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। এই সেট‌আপের নিচে কোম্পানির ব্র‍্যান্ডিং এবং আরও নিচে ফোনের নাম লেখা আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে।

iQOO Neo 5 5G এর স্পেসিফিকেশন

এই ফোনে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত ও 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.62 ইঞ্চির FHD+ AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লেতে HDR10+, 120Hz রিফ্রেশরেট, 105% NTSC কালার gamut ও 1,300 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। iQOO Neo 5 5G ফোনটি অক্টাকোর (1 × 3.2GHz + 3 × 2.42GHz + 4 × 1.8GHz Hexa) প্রসেসরযুক্ত 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 870 চিপসেটে রান করে। গেমিঙের জন্য এতে অতিরিক্ত অ্যাড্রিনো 650 জিপিইউ যোগ করা হয়েছে। এছাড়া এই ফোনে 8GB LPDDR5 RAM এর সঙ্গে 128 GB UFS 3.1 স্টোরেজ এবং 8GB ও 12GB LPDDR5 RAM এর সঙ্গে 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জন্মের পর‌ই বানানো যায় সদ‍্যোজাত শিশুর Aadhaar Card, বিস্তারিত জেনে নিন পদ্ধতি

ফোটোগ্রাফির জন্য iQOO Neo 5 5G এর ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর ও একটি এল‌ইডি ফ্ল‍্যাশসহ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত এবং OIS সাপোর্টেড 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেলের 120° FOV আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের মোনো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য কোম্পানি এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দিয়েছে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 66 ওয়াট সুপার ফাস্ট ফ্ল‍্যাশ চার্জ সাপোর্টেড 4,400 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ইউএসবি টাইপ সি অডিও ও চার্জিং পোর্ট, স্টেরিও স্পীকার, হাইফাই অডিও, 5G SA / NSA, Dual 4G VoLTE, WiFi 802.11 ac (2.4GHz + 5GHz), GPS / GLONASS ও ব্লুটুথ 5.1 রয়েছে।

আরও পড়ুন: অনবদ্য ডিজাইনের সঙ্গে ভারতে আসছে POCO X3 Pro, লঞ্চের আগেই দেখে নিন লুক

দাম

iQOO Neo 5 5G ফোনটি ব্ল‍্যাক, ক্লাউড ব্লু ও পিক্সেল অরেঞ্জ কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,499 ইউয়ান (প্রায় 27,880 টাকা), 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,699 ইউয়ান (প্রায় 30,110 টাকা) এবং হাইএন্ড মডেল 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,999 ইউয়ান (প্রায় 33,455 টাকা) রাখা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here