Motorola One, Moto G7 ও Moto G7 Power ফোনের দাম কমলো, কোম্পানি করছে নতুন প্ল‍্যান

Motorola ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটের জন্য নতুন স্ট্র‍্যাটেজি প্ল‍্যান করছে। কোম্পানি আগামী 20 জুন ভারতে তাদের প্রথম পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন Motorola One Vision লঞ্চ করতে চলেছে। এই ফোনটি লঞ্চের আগে কোম্পানি আগের লঞ্চ করা স্মার্টফোনগুলির দাম কমাচ্ছে। Motorola কিছু দিন আগেই তাদের দুটি নতুন স্মার্টফোন Motorola One Power ও Motorola G6 Plus এর দাম কমিয়েছিল। এবার কোম্পানি তাদের Motorola One, Moto G7 ও Moto G7 Power ফোন তিনটির দাম কমিয়েছে।

40 কোটিরও বেশি ডাউনলোড হয়েছে PUBG মোবাইল, আয়ের দিক থেকে নতুন রেকর্ড

Motorola One
এই ফোনটি ভারতে 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি এখন Motorola One ফোনটির দাম 1,000 টাকা কমিয়ে দিয়েছে। এই প্রাইস কাটের পর কোম্পানির এই অ্যান্ড্রয়েড ওয়ানযুক্ত স্মার্টফোনটি 12,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

Moto G7
লঞ্চের সময় Moto G7 সিরিজে লঞ্চ হ‌ওয়া এই ফোনটির দাম‌ও কোম্পানি 13,999 টাকা রেখেছিল। এই ফোনটির দাম‌ও কোম্পানি 1,000 টাকা কমিয়েছে। এই প্রাইস কাটের পর Moto G7 12,999 টাকার বিনিময়ে সেল করা হবে।

Moto G7 Power
Moto G7 সিরিজের এই বড়ো ব‍্যাটারীযুক্ত স্মার্টফোনটি কোম্পানি 16,999 টাকা দামে লঞ্চ করেছিল। এই ফোনটির দাম কোম্পানি এর আগেও একবার 1,000 টাকা কমিয়েছিল। যার পর ফোনটি 15,999 টাকা দামে বেচা হতো। আরও একবার ফোনটির দাম 1,000 টাকা কমানোর পর ফোনটি 14,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

Motorola স্মার্টফোনের এই প্রাইস সম্পর্কে তথ্য আমরা দ‍্য মোবাইল ইন্ডিয়ানের রিপোর্ট থেকে জানতে পেরেছি। ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী Motorolaএর এই তিনটি স্মার্টফোন অফলাইন রিটেইল স্টোরে নতুন কমানো দামে বেচা হবে। চলুন জেনে নেওয়া যাক আগের প্রাইস কাট সম্পর্কে।

BSNL এর নতুন প্ল‍্যানে পাওয়া যাবে প্রতিদিন 1 জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল, দাম মাত্র 151 টাকা

Motorola One Power
কোম্পানি তাদের Motorola One Power ফোনটি 15,999 টাকা দামে লঞ্চ করেছিল, যা আগে একবার 1,000 টাকা প্রাইস কাটের পর 14,999 টাকা দামে সেল করা হচ্ছিল। এবার কোম্পানি ফোনটির দাম 2,000 টাকা কমিয়ে দিয়েছে। এই প্রাইস কাটের পর কোম্পানির Motorola One Power ফোনটি 12,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনটি অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হচ্ছে।

Motorola G6 Plus
মোটোরোলা তাদের জি সিরিজের এই স্মার্টফোনটি মিড রেঞ্জে লঞ্চ করেছিল যার লঞ্চ প্রাইস ছিল 22,499 টাকা। মোটোরোলার এই ফোনটি অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মেই সেল করা হয়। দ‍্য মোবাইল ইন্ডিয়ান তাদের রিপোর্টে বলেছে অফলাইন রিটেইল মার্কেটে Motorola G6 Plus এর দাম বিপুল পরিমাণে হ্রাস করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী রিটেইল স্টোর থেকে এখন Motorola G6 Plus ফোনটি মাত্র 11,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here