40 কোটিরও বেশি ডাউনলোড হয়েছে PUBG মোবাইল, আয়ের দিক থেকে নতুন রেকর্ড

PUBG মোবাইল এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ভালো টাকা উপার্জন করা অনলাইন গেমে পরিণত হয়েছে, এর থেকেই গেমটির জনপ্রিয়তার প্রমাণ পাওয়া যায়। শুধু এটুকুই নয়, PUBG এর তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে এখনও পর্যন্ত গেমটি 40 কোটিরও বেশি বার ফোনে ডাউনলোড করা হয়েছে।

BSNL এর নতুন প্ল‍্যানে পাওয়া যাবে প্রতিদিন 1 জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল, দাম মাত্র 151 টাকা

আয়
চীনের বাইরে এই গেমটি প্রতিদিন 5 কোটি অ্যাক্টিভ ইউজার খেলে। গত মাসে এই গেমটির মোট আয় ছিলো 146 মিলিয়ন ডলার, যা অন‍্যান‍্য গেমের তুলনায় কয়েক গুণ বেশি। যদিও গেমটি বিভিন্ন জায়গায় একাধিক বার ব‍্যানড করা হয়েছে।


নতুন আপডেট
প্রসঙ্গত কিছু দিন আগে PUBG মোবাইল তাদের গেমে নতুন আপডেট পেশ করেছে। এই নতুন আপডেটে 4 × 4 ব‍্যাটেল মোড যোগ করা হয়েছে। এই আপডেটে নতুন ম‍্যাপ, কাস্টম স্কিন ও আরও বেশি ডেডিকেটেড সেটিংস পাওয়া যায়।

4 জিবি র‍্যাম‌ওয়ালা Vivo Y93 এর দাম কমলো 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

PUBG মোবাইল গেমারদের সুবিধা ও নতুন নতুন রোমাঞ্চের জন্য কোম্পানি মাঝে মাঝেই নতুন নতুন আপডেট নিয়ে আসে। শোনা যাচ্ছে PUBG মোবাইল আরও একটি স্নো থীম ম‍্যাপ আনতে চলেছে। যদিও এবিষয়ে কোনো অফিসিয়াল তথ্য জানা যায়নি।

কিভাবে হয় উপার্জন?
গেমের বেশিরভাগ আয় হয় ইন গেম পারচেস থেকে। নিজের ইন গেম লুকের জন্য গেমাররা প্লেয়ার্স স্কিন ও কস্টিউম কেনেন। এছাড়া চীনে PUBG মোবাইল ব‍্যানড হ‌ওয়ার প‍র লঞ্চ করা গেম For Peace এর মাধ‍্যমেও কোম্পানি যথেষ্ট আয় করছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here