এখন আরও সস্তা দামে কেনা যাবে বাজেট ক‍্যাটাগরির Redmi 9 Prime, জেনে নিন নতুন দাম

শাওমি গত বছর আগস্ট মাসে বাজেট ক‍্যাটাগরিতে Redmi 9 Prime স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই সস্তা ফোনের দাম আরও কমিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি কম দামে কোনো কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের খোঁজ করছেন তবে এই ফোনটি একটি ভালো অপশন হতে পারে। ইতিমধ্যে ফোনটি শাওমির অফিসিয়াল ওয়েবসাইট মি ডট কম ছাড়াও শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে লিস্টেড করে দেওয়া হয়েছে। তবে কোম্পানি জানায়নি ফোনের এই প্রাইস কাট সাময়িকভাবে করা হয়েছে না কি স্থায়ী ভাবে।

আরও পড়ুন: 24,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Samsung এর সবচেয়ে শক্তিশালী ফোন Galaxy S21 Ultra 5G, জেনে নিন কবে, কোথায় ও কিভাবে কিনবেন

নতুন দাম

কোম্পানির Redmi 9 Prime ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 500 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এই মডেলটি 9,499 টাকা দামে সেল করা হবে। মনে করিয়ে দিই, গত বছর কোম্পানির পক্ষ থেকে এই ভেরিয়েন্টটি 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এছাড়া Redmi 9 Prime এর 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 10,999 টাকা দামে সেল করা হচ্ছে।

স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে তাদের Redmi 9 Prime ফোনটিতে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6 53 ইঞ্চির এফ‌এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর (2x ARM Cortex A-75 + 6x ARM Cortex A-55) প্রসেসরের সঙ্গে 12 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও জি80 চিপসেট দেওয়া হয়েছে। গ্ৰাফিক্সের জন্য এতে মালি জি52 জিপিইউ যোগ করা হয়েছে। Redmi 9 Prime ফোনে LPDDR4x RAM ও eMMC 5.1 স্টোরেজ আছে।

আরও পড়ুন: ওয়েবসাইটে লিস্টেড হল মিড রেঞ্জ ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Motorola G100, এতে থাকবে দুর্দান্ত ফিচার

ফোটোগ্রাফির জন্য Redmi 9 Prime এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে।

Redmi 9 Prime একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে কুইক চার্জ 3.0 ও 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,020 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here