এইদিন লঞ্চ হবে ভারতের প্রথম Dimensity 930 চিপসেট যুক্ত স্মার্টফোন Moto G73, জেনে নিন বিস্তারিত

Highlights

  • 10 মার্চ ভারতে Moto G73 5G ফোনটি লঞ্চ হতে পারে।
  • এই ফোনটিতে 13 5G ব্যান্ড সাপোর্ট রয়েছে যা Jio-Airtel-এর জন্য সেরা।
  • Moto G73 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ হওয়া প্রথম Dimensity 930 চিপসেট ফোন।

Motorola বছরের শুরুতে তাদের ‘G’ সিরিজের অধীনে Moto G73 5G স্মার্টফোনটি ইউরোপীয় মার্কেটে লঞ্চ করেছিল। আজ কোম্পানি এই ফোনটির ভারত লঞ্চ ডেটও জানিয়ে দিয়েছে। 10 মার্চ ভারতে Moto G73 5G লঞ্চ হবে। এই ফোনের প্রোডাক্ট পেজটি শপিং সাইট Flipkart এ লাইভ করা হয়েছে, যেখানে ফোনের লঞ্চ ডেট সহ এর ফটো, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে। আরও পড়ুন: 64MP রেয়ার এবং 32MP সেলফি ক্যামেরাসহ লঞ্চ হল Vivo V27e স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Moto G73 5G ফোনটি জানুয়ারিতে ইউরোপে লঞ্চ হয়েছিল এবং সেই ফোনে Dimensity 930 চিপসেট দেওয়া হয়েছিল। ভারতে এখনও এই প্রসেসরে কোনও মোবাইল ফোন লঞ্চ হয়নি। তাই Moto G73 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ হওয়া প্রথম Dimensity 930 স্মার্টফোন হতে পারে। এই মোবাইলটি 10 ​​মার্চ ভারতের মার্কেটে হাজির হতে পারে।

Moto G73 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.5″ FHD+ 120Hz ডিসপ্লে
  • 8GB RAM + 256GBস্টোরেজ
  • MediaTek Dimensity 930 চিপসেট
  • 16MP সেলফি ক্যামেরা
  • 50MP ডুয়াল রেয়ার ক্যামেরা
  • 30W 5,000mAh ব্যাটারি

এই ফোনটি 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.5-ইঞ্চি FullHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে সাপোর্ট করে। এই স্ক্রিনটি LED প্যানেলে তৈরি যা 120Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনটি ইউরোপের মার্কেটে 8GB র‌্যাম সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যায়। আরও পড়ুন: মার্চ মাসে ভারতে লঞ্চ হবে iQOO Z7 5G, জেনে নিন ডিটেইলস

ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এর ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং F/2.2 অ্যাপারচার যুক্ত একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই Motorola ফোনে F/2.4 অ্যাপারচার যুক্ত একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Moto G73 5G ফোনটি 13 5G ব্যান্ড সাপোর্ট করে যা ভারতীয় 5G ইউজারদের জন্য ভীষণ ভালো অপশন। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 30W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে। এই মোবাইলে NFC, 3.5 mm জ্যাক এবং Dolby Atmos এর ফিচার রয়েছে।আশা করা হচ্ছে যে Moto G73 5G ফোনটি ভারতেও এই একই স্পেসিফিকেশন সহ লঞ্চ হবে। আরও পড়ুন: জেনে নিন Jio এর সমস্ত JioPhone রিচার্জ প্ল্যান এবং তার সুবিধা সম্পর্কে বিস্তারিত

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here