আপনার নামে কয়টি সিম চলছে জানেন? মাত্র কয়েকটি ক্লিকেই পেয়ে যাবেন উত্তর, জেনে নিন পদ্ধতি

দেশে একজন ব্যক্তির নামে সর্বোচ্চ 9 টি সিম কার্ড(জম্মু-কাশ্মীর, আসাম, উত্তর-পূর্বে সর্বাধিক 6 টি সিম) ইস্যু করা যেতে পারে, তবে আপনি কি জানেন যে আপনার নামে এখনও পর্যন্ত কতগুলি সিম কার্ড ইস্যু করা হয়েছে? অন্য কেউ কি আপনার নামে ইস্যু করা সিম কার্ড ব্যবহার করছে? এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করা খুবই সহজ। টেলিকম বিভাগের সঞ্চার সাথী (https://sancharsaathi.gov.in) পোর্টালে টেলিগ্রাম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন (TAFCOP) ফিচার রয়েছে। এখানে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার নামে এখনও পর্যন্ত কতগুলি সিম কার্ড ইস্যু করা হয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Motorola Razr 40 Ultra স্মার্টফোন, তার আগেই জেনে নিন ফোনের দাম এবং স্পেসিফিকেশন

এর জন্য আপনাকে সঞ্চারসাথী (sancharsaathi.gov.in) এর TAFCOP বিভাগে যেতে হবে, এখানে আপনি আপনার মোবাইল নম্বরের মাধ্যমে চেক করতে পারবেন যে এখনও পর্যন্ত আপনার নামে কতগুলি সিম কার্ড ইস্যু করা হয়েছে। আপনি চাইলে এখান থেকে নকল সিম কার্ড বা নিষ্ক্রিয় সিম কার্ডের জন্য রিপোর্ট ফাইল করতে পারেন। এর জন্য আপনাকে নিচের স্টেপগুলো অনুসরণ করতে হবে-

  • প্রথমে আপনাকে সঞ্চার সাথী পোর্টাল খুলে TOFCOP বিভাগে যেতে হবে।
  • পেজটি খোলার পরে, আপনাকে এখানে আপনার 10 ডিজিটের মোবাইল নম্বর লিখতে হবে।
  • তারপর নীচে দেওয়া ক্যাপচা লিখে ‘Send OTP’ তে ক্লিক করতে হবে।
  • তারপর আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি OTP আসবে, যেটা এখানে লিখতে হবে। তার পরে আপনি লগইন করতে পারবেন।
  • তারপর আপনার নামে এখনও পর্যন্ত কতগুলি সিম কার্ড ইস্যু করা হয়েছে তার সম্পূর্ণ ডিটেইলস স্ক্রিনে চলে আসবে।
  • তারপর আপনি এখানে দেখতে পাবেন যে এখনও পর্যন্ত আপনার নামে কতগুলি সিম কার্ড ইস্যু করা হয়েছে, আপনি যদি সেই নম্বরগুলি ব্যবহার না করে থাকেন বা অন্য কেউ আপনার নামে একটি সিম কার্ড নিয়ে থাকে তাহলে আপনি এখান থেকেই রিপোর্ট করতে পারবেন। সঞ্চার সাথী পোর্টাল অনুসারে এখনও পর্যন্ত সিম কার্ড সম্পর্কিত 332967 টি অনুরোধ গৃহীত হয়েছে, যার মধ্যে 3968 টি মামলার নিষ্পত্তি হয়েছে।

TAFCOP FAQ

কেউ বেআইনি ভাবে সিম নিয়ে থাকলে কিভাবে রিপোর্ট করবেন?

আপনি যদি মনে করেন কেউ ভুল উপায়ে আপনার নামে একটি সিম কার্ড নিয়েছে, তাহলে আপনি তার বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন। এর জন্য আপনাকে Sanchar Saathi পোর্টালে যেতে হবে। এখানে TAFCOP বিভাগে যাওয়ার পরে, আপনাকে আপনার মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। তারপর আপনার কাছে ‘This is not my number ‘অথবা’ ‘Not require’ অপশন আসবে। যদি সেটি আপনার মোবাইল নম্বর না হয়ে থাকে, তাহলে আপনি ‘রিপোর্ট’ বাটনে ক্লিক করে রিকোয়েস্ট জমা দিতে পারেন। তারপর re verification এর প্রসেস শুরু হয়ে যাবে।

re verification এর জন্য কোন ডকুমেন্টের প্রয়োজন হয় ?

আইডি প্রুফ এবং এড্রেস প্রুফের জন্য কি কি ডকুমেন্ট দিতে হয় সেটা এখানে দেখে নিন। আরও পড়ুন: 8 জুন ভারতে লঞ্চ হতে পারে Realme 11 Pro সিরিজ, জেনে নিন ডিটেইলস

re verification চলাকালীন, মোবাইল নম্বর পোর্টেবিলিটি (MNP) করা যায়?

না, ভেরিফিকেশনের প্রসেস সম্পন্ন হওয়ার পরেই মোবাইল নম্বর পোর্টেবিলিটি প্রসেসটি শুরু করা যায়।

re verification কি এবং এর জন্য সময়সীমা কতদিন?

যখন একবার এই পোর্টালে একটি সিম কার্ডের জন্য কেউ রিপোর্ট করে, তখন সার্ভিস প্রোভাইডের মাধ্যমে রেকর্ডটি কনফার্ম করা হয়।পোর্টালে উপস্থিত তথ্যের ভিত্তিতে পুনরায় ভেরিফিকেশনের জন্য ফ্ল্যাগ মোবাইল সিমটির আউটগোয়িং পরিষেবা 30 দিনের মধ্যে স্থগিত করা হবে, যেখানে ইনকামিং পরিষেবাগুলির সময়সীমা 45 দিন। তারপর 60 দিনের মধ্যে re verification প্রসেস সফল না হলে মোবাইল কানেকশন ডিসকানেকড করা হয়। যাইহোক যদি একজন ইউজার আন্তর্জাতিক রোমিংয়ে থাকেন বা অক্ষম বা হাসপাতালে ভর্তি থাকেন, তাহলে 30 দিনের অতিরিক্ত সময়সীমা পাওয়া যাবে। যদি সিম কার্ডটি বেআইনি ভাবে নেওয়া হয়ে থাকে, তাহলে গ্রাহকের বিরুদ্ধে একটি পুলিশ অভিযোগ/ FIR দায়ের করা হবে। আরও পড়ুন: দেখে নিন JioPhone এর সমস্ত রিচার্জ প্ল্যানের দাম এবং সুবিধা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here