সুখবর: দাম কমে গেল 48 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরাযুক্ত Moto G8 Plus এর, জেনে নিন নতুন দাম

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি মোটোরোলা গত বছর ভারতে তাদের Moto G8 Plus স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এই ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,000 টাকা কমিয়ে দিয়েছে। এই প্রাইস কাটের পর ফোনটির বর্তমান দাম 12,999 টাকা হয়ে গেছে। প্রাইস কাটের আগে এই ফোনটি 13,999 টাকা দামে সেল করা হত।

আরও পড়ুন: iPhone ইউজারদের জন্য Vodafone Idea বন্ধ করে দিল প্ল‍্যান, সমস‍্যার মুখে বহু উপভোক্তা

 Moto G8 Plus স্পেসিফিকেশন

Moto G8 Plus ফোনটিতে 1080 × 2280 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.3 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির আসপেক্ট রেশিও 19:9 এবং এতে “ইউ” শেপের নচ দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসিঙের জন্য কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 655 চিপসেট আছে। Moto G8 Plus এ 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। 

ফোটোগ্ৰাফির জন্য Moto G8 Plus এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Moto G8 Plus এ 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: লঞ্চ হতে চলেছে Moto G8 এবং Moto G8 Power, 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড ক‍্যামেরার সঙ্গে জানা গেল স্পেসিফিকেশন

Moto G8 Plus একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Moto G8 Plus এ 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি Motorola আগামী MWC 2020 তে তাদের আয়োজিত ইভেন্টের জন্য ইনভাইট পাঠাতে শুরু করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 23 ফেব্রুয়ারি মোটোরোলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশগ্রহণ করবে এবং টেক মঞ্চে তাদের নতুন প্রোডাক্ট পেশ করবে। এই ইভেন্টে কোনো ফোন লঞ্চ করা হবে তা এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, তবে মনে করা হচ্ছে এটি একটি ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here