লঞ্চ হতে চলেছে Moto G8 এবং Moto G8 Power, 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড ক‍্যামেরার সঙ্গে জানা গেল স্পেসিফিকেশন

টেক কোম্পানি Motorola গত বছর অক্টোবর মাসে তাদের ‘মোটো জি’ সিরিজে Moto G8 Play এবং Moto G8 Plus নামে দুটি স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনদুটি মার্কেটে আসার পর থেকেই গ্ৰাহকরা সিরিজের বেস ভার্সন অর্থাৎ পাওয়ার ভার্সনের অপেক্ষা করছে। আজ একটি মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে মোটোরোলা Moto G8 এবং Moto G8 Power ফোনদুটির ওপর কাজ করছে এবং এই দুটি ফোন খুব তাড়াতাড়ি টেক জগতে পা রাখবে। এক্সডিএ ডেভেলপার্স তাদের রিপোর্টে ফোনদুটির ডিজাইনের সঙ্গে এদের স্পেসিফিকেশন‌ও শেয়ার করেছে যার ফলে কোম্পানির এই আগামী ফোনদুটি কতটা দুর্দান্ত হতে চলেছে তা জানা গেছে।

আরও পড়ুন: Paytm ও Phonepe কে টেক্কা দিতে My Jio অ্যাপে এল UPI অপশন

কেমন হবে ডিজাইন?

রিপোর্ট থেকে জানা গেছে Moto G8 এবং Moto G8 Power ফোনদুটি পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত হবে এবং দুটি ফোন‌ই রাউন্ড কর্নার ডিজাইনের সঙ্গে পেশ করা হবে। এই ফোনে বেজল লেস ডিসপ্লে দেখা যাবে। Moto G8 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা এবং Moto G8 Power এর ক্ষেত্রে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা যেতে পারে। দুটি ফোনেই রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ভার্টিক‍্যাল শেপে অবস্থিত হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে Moto এর লোগো দেওয়া হবে এবং এর মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করা থাকবে। 

Moto G8

রিপোর্ট অনুযায়ী Moto G8 ফোনটি 1560 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.39 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হবে। রিপোর্টে আরও বলা হয়েছে Moto G8 ফোনটি 2 জিবি, 3 জিবি ও 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। এই ফোনে 32 জিবি ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেখা যেতে পারে।

আরও পড়ুন: প্রাণঘাতী PUBG: গেম খেলার সময় ব্রেইন স্ট্রোকের শিকার যুবক

Moto G8 ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোটোগ্ৰাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেখা যেতে পারে।

Moto G8 Power

কোম্পানির পক্ষ থেকে Moto G8 Power ফোনটি 2300 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.36 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এই ফোনে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি দেখা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Moto G8 Power এ 18 ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। ফোটোগ্ৰাফির জন্য Moto G8 Power এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপে দেখা যেতে পারে।

আরও পড়ুন: 4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরার সঙ্গে ভারতে এল Samsung Galaxy Note 10 Lite, বিপদের মুখে OnePlus

রিপোর্ট অনুযায়ী Moto G8 Power এর ব‍্যাক প‍্যানেলে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হতে পারে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে। 

তবে এই মুহূর্তে দাঁড়িয়ে Moto G8 এবং Moto G8 Power এর সঠিক স্পেসিফিকেশন ও লঞ্চ ডেট জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here