Categories: খবর

কত টাকা দামে লঞ্চ হবে Moto G85 5G? লঞ্চের আগেই লিক হল দাম

Motorola তাদের ‘জি’ সিরিজের নতুন স্মার্টফোনে কাজ করছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং এই ফোনটি Moto G85 5G নামে বাজারে পেশ করা হবে। ইউরোপের একটি রিটেইল ওয়েবসাইটে এই ফোনটি দেখা গেছে, ফলে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার আগেই এই ফোনের দাম লিক হয়ে গেছে। এই আপকামিং ফোনটির দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Moto G85 5G ফোনের দাম (লিক)

ইউরোপিয়ান রিটেইলার্স ওয়েবসাইটে Moto G85 5G ফোনটি 12GB RAM + 256GB Storage সহ লিস্টেড করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনের দাম €300 বলা হয়েছে। ভারতীয় টাকার দরে 300 ইউরো প্রায় 26,900 টাকার কাছাকাছি। এই ফোনটি ভারতে এর চেয়ে কম দামে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত ভারতে Moto G84 5G ফোনটির 12GB+256GB মডেল 18,999 টাকা দামে সেল করা হয়।

Moto G84 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Moto G84 5G ফোনটিতে 6.55 ইঞ্চির 10 বিট pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120hz রিফ্রেশরেট, 1300 নিটস্ পীক ব্রাইটনেস এবং এইচডিআর10+ সাপোর্ট করে।
  • প্রসেসর: ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসরে রান করে। অর্থাৎ বাজেট রেঞ্জের এই ফোনটি সুন্দর গেমিং কোয়ালিটি এবং দুর্দান্ত পারফরমেন্স দিতে সক্ষম।
  • স্টোরেজ: েই ফোনে 12GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: Moto G84 5G তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে কোম্পানি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে ভিডিও কল এবং সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে দীর্ঘমেয়াদি 5000mAh ব্যাটারি এবং 30W টার্বো পাওয়ার চার্জিং ফিচার রয়েছে।
  • অন্যান্য: এই ফোনে 5G কানেক্টিভিটির জন্য 14 ব্যান্ড 5G সাপোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএসের মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।
  • অপারেটিং সিস্টেম: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে।