Motorola লঞ্চ করল ভারতের সবচেয়ে পাতলা এবং হালকা 5G স্মার্টফোন Motorola Edge 20, এতে রয়েছে 108MP ক‍্যামেরা

মোটোরোলা আজ ভারতের মার্কেটে তাদের স্মার্টফোনের পরিধি আরও বাড়িয়ে একসাথে Motorola Edge 20 এবং Motorola Edge 20 Fusion নামের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির ‘এজ’ সিরিজের এই দুটি স্মার্টফোন আকর্ষণীয় লুকের পাশাপাশি শক্তিশালী স্পেসিফিকেশন সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Motorola Edge 20 ফোনটি এখন‌ও পর্যন্ত ভারতের মার্কেটে লঞ্চ হ‌ওয়া সবচেয়ে পাতলা এবং হালকা স্মার্টফোন। Motorola Edge 20 ফোনটি 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 27 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Frosted Emerald এবং Frosted Pearl কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আরও পড়ুন: ওয়ানপ্লাস করলো নতুন স্মার্টফোন OnePlus 9T এর প্রস্তুতি, টুইট করে এই মোবাইলের তথ্য জানালো, দেখুন কবে হবে লঞ্চ

Motorola Edge 20 এর ডিসপ্লে

কোম্পানির পক্ষ থেকে তাদের Motorola Edge 20 ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে OLED প‍্যানেল দিয়ে তৈরি এবং 144 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। এছাড়াও Motorola Edge 20 এর স্ক্রিন 10-bit colour, DCI-P3 gamut এবং HDR 10+ এর মতো ফিচারযুক্ত।

Motorola Edge 20 এর প্রসেসর

Motorola Edge 20 ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা আগামী 2 বছরের অ্যান্ড্রয়েড রেডি আপডেট যুক্ত। অর্থাৎ অ্যান্ড্রয়েডের যে ভার্সন সেল‌আউট হ‌ওয়ামাত্র এই ফোনটি সেই আপডেট পেয়ে যাবে। প্রসেসিঙের জন্য এতে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 6 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 778জি চিপসেট যোগ করা হয়েছে। হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 642এল জিপিইউ আছে। Motorola Edge 20 ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজসহ পেশ করা হয়েছে।

আরও পড়ুন: Hoichoi নাকি Addatimes? কোন প্ল‍্যাটফর্মের সাবস্ক্রিপশন বেশি সস্তা?

Motorola Edge 20 এর ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। Motorola Edge 20 এর এই ক‍্যামেরা সেট‌আপে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপ 3x Optical Zoom এবং 30x Digital Zoom সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

Motorola Edge 20 এর ব‍্যাটারি

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানি তাদের Motorola Edge 20 তে 4,000 এম‌এএইচের ব‍্যাটারি যোগ করা হয়েছে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 33W TurboPower Fast Charging টেকনোলজি রয়েছে। জানিয়ে রাখি কানেক্টভিটির জন্য এই ফোনে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক, 5G SA/NSA ও Dual 4G VoLTE এবং সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here