মোটোরোলা ভারতে তাদের প্রিমিয়াম Motorola Edge 50 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে ভেগান লেদার ব্যাক প্যানেল ডিজাইন, জল এবং ধুলো থেকে রক্ষার জন্য IP68 রেটিং, স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট, 125 ওয়াট ফাস্ট চার্জিং, 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং, 12জিবি RAM সহ 256জিবি ইন্টারনাল স্টোরেজ এবং আরও অনেক উল্লেযোগ্য ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Motorola Edge 50 Pro 5G এর স্পেসিফিকেশন
ডিজাইন: Edge 50 Pro ফোনটির চারটি কর্নারে কার্ভ ডিজাইন রয়েছে। এই ফোনটি ব্ল্যাক বিউটি, লাক্স ল্যাভেন্ডার এবং মুনলাইট পার্ল কালারে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে একটি মডেল ভেগান লেদার সহ পেশ করা হয়েছে। ফোনটিতে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলেও অত্যন্ত প্রিমিয়াম লুক সহ কার্ভ প্যানেল রয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে।
ডিসপ্লে: Motorola Edge 50 Pro 5G ফোনে 6.7 ইঞ্চির 1.5k 3ডি কার্ভ pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2000 নিটস পীক ব্রাইটনেস, HDR10+ এবং 100 শতাংশ DCI-P3 কালার গামুট সাপোর্ট করে। এছাড়াও ফোনটিতে চোখের সুরক্ষার জন্য SGS ফিচার দেওয়া হয়েছে। এর সাহায্যে ব্লু লাইট এমিশন থেকে বাঁচা যাবে।
প্রসেসর: Motorola Edge 50 Pro 5G ফোনে শক্তিশালী 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.63GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে AI ফিচারও রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচার সহ f/1.9 অ্যাপার্চারযুক্ত 50MP মেগাপিক্সেল প্রাইমারি প্রাইমারি সেন্সর, 13MP আল্ট্রা ওয়াইড + ম্যাক্রো লেন্স এবং 10MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 125W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 50 ওয়াট টার্বো পাওয়ার ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। উভয় মোডে এই ফোনটি মাত্র কয়েক মিনিটের মধ্যে ফুল চার্জ করা যায়। এছাড়া অন্য কোনো ফোন চার্জ করার জয় এই ফোনে 10 ওয়াট ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং রয়েছে। জানিয়ে রাখি ফোনটির 8GB RAM মডেলে 68 ওয়াট ফাস্ট চার্জিং এবং 12GB RAM মডেলে 125 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে।
ওএস: প্রিমিয়াম Motorola Edge 50 Pro 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং Hello UI সহ পেশ করা হয়েছে। এই ফোনে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14 সহ সাপোর্ট করে। এই ফোনে 3 বছর ওএস আপগ্রেড দেওয়া হবে বলে জানানো হয়েছে।
Motorola Edge 50 Pro 5G এর দাম এবং সেল
- কোম্পানি তাদের নতুন Motorola Edge 50 Pro 5G স্মার্টফোনটিকে দুটি স্টোরেজ অপশনে বাজারে পেশ করেছে। এতে 8GB RAM + 256জিবি স্টোরেজ এবং 12জিবি RAM + 256 স্টোরেজ দেওয়া হয়েছে।
- ফোনটির বেস মডেলের দাম 31,999 টাকা এবং টপ মডেলের দাম 35,999 টাকা রাখা হয়েছে।
- লঞ্চ অফার হিসাবে এইচডিএফসি ব্যাঙ্ক কার্ড ব্যাবহার করলে 2,250 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং 2,000 টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে।
- এই অফারে ফোনটির বেস মডেল 29,999 টাকা এবং টপ মডেল 33,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
- ফোনটি 9 এপ্রিল থেকে শপিং সাইট ফ্লিপকার্ট, মোটোরোলার অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য আউটলেটের মাধ্যমে সেল করা হবে।