3 এপ্রিল ভারতে মোটোরোলা তাদের Edge 50 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি Edge 50 নামে পেশ করা হবে। তবে এবার প্রকাশ্যে এলো এই সিরিজের আরও দুটি Edge 50 ফিউশন এবং Edge 50 আল্ট্রা মডেলও আসতে পারে। তবে এখনও পর্যন্ত এর ডিজৈন সম্পর্কে কিছু জানা যায়নি, কিন্তু লিক অনুযায়ী Motorola Edge 50 Ultra ফোনটির ডিজাইন এবং স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সম্পর্কে।
Motorola Edge 50 Ultra এর ডিজাইন (লিক)
অ্যান্ড্রয়েড হেডলাইন্স Motorola Edge 50 Ultra স্মার্টফোনের সম্পর্কে ডিজাইন এবং কালার অপশন শেয়ার করেছে। তবে চীনের অন্যান্য টিপস্টার এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছে।
- নীচে দেওয়া ফোটোতে দেখা যাচ্ছে এই Motorola Edge 50 Ultra স্মার্টফোনের সামনের দিকে কার্ভ-এজ ডিসপ্লে থাকতে পারে।
- এই ফোনটির ব্যাক প্যানেলে তিনটে ক্যামেরা সহ লেজার অটোফোকাস ইউনিট, মাইক্রোফোন এবং এলইডি ফ্ল্যাশ দেখা যাচ্ছে।
- Edge 50 Ultra স্মার্টফোনের ডানদিকে ভলিউম এবং পাওয়ার বাটন সহ স্পিকার গ্রিল, ইউএসবি-সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম স্লট যোগ করা হবে।
- এই ফোনটি Peach Fuzz, Black এবং Light Beige এই তিনটি কালার অপশন শেয়ার করা হয়েছে।
Motorola Edge 50 Ultra এর স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: লিক অনুযায়ী এই নতুন Motorola Edge 50 Ultra স্মার্টফোনটিতে 1.5K রেজোলিউশন দেওয়া হতে পারে। এই ফোনটিতে মেটাল মিড ফ্রেম যোগ করা হয়েছে। তবে স্ক্রিন সাইজ সম্পর্কে কিছু জানানো হয়নি।
- প্রসেসর: এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপসেট দেওয়া হতে পারে।
- ক্যামেরা: Motorola Edge 50 Ultra স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। এতে f/1.4 অ্যাপচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং 50 মেগাপিক্সেলের প্যারিস্কোপ টেলিফোটো ক্যামেরা লেন্স যোগ করা হবে। এই প্যারিস্কোপ টেলিফোটো লেন্সে 72 মিমি ফোকাল লেন্থ এবং 3x এবং 5x অপ্টিকল জুম দেওয়া হতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটিতে 4,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই স্মার্টফোনটিতে 50W ওয়ারলেস চার্জিং সহ 125W ওয়ার চার্জিং দেওয়া হতে পারে।
- আপরেটিং সিস্টেম: Motorola Edge 50 Ultra স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 14 সহ হোলও ইউআই তে কাজ করবে।