জানা গেল Motorola Edge সিরিজের ফোনের গ্লোবাল লঞ্চ ডেট, টিজার শেয়ার করল ব্র্যান্ড

3 এপ্রিল মোটোরোলা ভারতীয় বাজারে Motorola Edge 50 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি 31,999 টাকায় সেল করা হচ্ছে। এবার ব্র্যান্ড তাদের গ্লোবাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে Edge সিরিজের নতুন স্মার্টফোনের টিজ শেয়ার করেছে। একইসঙ্গে 16 এপ্রিল টেক মঞ্চে পেশ করবে বলে কনফার্ম করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লঞ্চ টিজার এবং ডিভাইসের ডিটেইলস সম্পর্কে।

Motorola Edge ফোনের গ্লোবাল লঞ্চ ডেট

  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মোটোরোলার গ্লোবাল হ্যান্ডেলের মাধ্যমে Edge সিরিজের নতুন স্মার্টফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছে।
  • ব্র্যান্ডের পক্ষ থেকে টিজারে 16 এপ্রিল মোটোরোলার Edge সিরিজের স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে।
  • এখনও পর্যন্ত এই ফোনের নাম প্রকাশ্যে আসেনি, কিন্তু জানিয়ে রাখি ভারতে Edge 50 Pro 5G লঞ্চ করা হয়েছে। Edge 50 Fusion এবং Edge 50 Ultra নামে আরও দুটি স্মার্টফোন পেশ করা হবে বলে আগেই জানানো হয়েছে।
  • নতুন টিজার প্রকাশ্যে আসার পর মনে করা হচ্ছে এই নতুন স্মার্টফোনটি উপরোক্ত দুটি নামের মধ্যে একটি হতে পারে।

Motorola Edge 50 Pro 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Motorola Edge 50 Pro 5G ফোনে 6.7 ইঞ্চির 1.5k 3ডি কার্ভ pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2000 নিটস পীক ব্রাইটনেস, HDR10+ এবং 100 শতাংশ DCI-P3 কালার গামুট সাপোর্ট করে।
  • প্রসেসর: Motorola Edge 50 Pro 5G ফোনে শক্তিশালী 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.63GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচার সহ এবং f/1.9 অ্যাপার্চারযুক্ত 50MP মেগাপিক্সেল প্রাইমারি প্রাইমারি সেন্সর, 13MP আল্ট্রা ওয়াইড + ম্যাক্রো লেন্স এবং 10MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 125W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 50 ওয়াট টার্বো পাওয়ার ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। উভয় মোডে এই ফোনটি মাত্র কয়েক মিনিটের মধ্যে ফুল চার্জ করা যায়। এছাড়া অন্য কোনো ফোন চার্জ করার জয় এই ফোনে 10 ওয়াট ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং রয়েছে।
  • ওএস: প্রিমিয়াম Motorola Edge 50 Pro 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং Hello UI সহ পেশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here