লঞ্চের আগে লিক হল Motorola Moto G72-এর সম্পর্কে সমস্ত তথ্য, জেনে নিন বিস্তারিত

লেনোভোর সাব ব্র্যান্ড মোটোরোলা 2022 এর বাকি সময়ের মধ্যে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ করবে। এর মধ্যে অন্যতম হতে চলেছে Moto G72। এই ফোনটি আগামী এক সপ্তাহের মধ্যেই লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। আমাদের কাছে বর্তমানে এই ফোনটির লঞ্চের আগেই এর সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে।

Moto G72 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

কোম্পানির আপকামিং Moto G72 ফোনটি MediaTek Helio G99 চিপসেটে রান করবে। এই ফোনে 1080 x 2400 প্পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6-ইঞ্চির FHD ডিসপ্লে থাকবে । এই ডিসপ্লে pOLED প্যানেল দিয়ে তৈরি যা HDR10 সাপোর্ট করে এবং 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। এছাড়াও এই ফোনটিতে ডলবি অ্যাটমস এবং আইপি52 এর মতো ফিচার দেখা যাবে।

এই ফোনটিতে 6GB / 8GB DDR4x RAM, 128GB স্টোরেজ এবং 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে যা মোটোরোলা ফোনের জন্য একটি লেটেস্ট ফিচারই বলা যেতে পারে। এছাড়া ফটোগ্রাফির জন্য এতে 108 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরার পাশাপাশি 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট চামেরা দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here