Motorola ও আনতে চলেছে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা ফোন, দেখে নিন প্রথম ঝলক

বর্তমান সময়ে স্মার্টফোন টেকনোলজি দ্রুতগতিতে পরিবর্তন হচ্ছে। গত দুই মাসে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা ফোন কল্পনা থেকে বাস্তবে পরিণত হয়েছে এবং Samsung, Xiaomi এবং Realme এর মতো ব্র‍্যান্ড টেক জগতে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন পেশ করেছে। তিনটি ব্র‍্যান্ডের‌ই এই ফোনগুলি বর্তমানে ভারতেও সেল করা হচ্ছে। এই 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনের দৌড়ে এখন Motorola ও নাম লিখিয়েছে। 

Samsung Galaxy A80 এর দাম কমল 8,000 টাকা, জেনে নিন নতুন দাম

Motorola এখন টেক মঞ্চে তাদের 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি তবে লিকের মাধ্যমে Motorola এর আগামী 64 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন সম্পর্কে জানা গেছে। একটি স্প‍্যানিশ ওয়েবসাইট Motorola এর এই আগামী স্মার্টফোনের ফোটো শেয়ার করার সঙ্গে সঙ্গে এই ফোনটির নাম‌ও জানিয়ে দিয়েছে। জানা গেছে Motorola এই ফোনটি Moto One Hyper নামে লঞ্চ করতে পারে। 

Moto One Hyper

Moto One Hyper কোম্পানির প্রথম পপ আপ ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন হতে চলেছে। লিক হ‌ওয়া ফোটো থেকে এই ফোনটির ডিজাইন ও লুক সম্পর্কেও জানা গেছে। এই ফোনটি ফুল ভিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে যার নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া বডি পার্ট দেওয়া হবে। Moto One Hyper এর পপ আপ ক‍্যামেরা ওফরের প‍্যানেলে বাঁদিক থেকে বাইরে বেরোয় এবং এতে একটি ক‍্যামেরা সেন্সর আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন দেওয়া হবে। 

Xiaomi শুরু করেছে আগামী বছরের পরিকল্পনা, লঞ্চ হবে 10টির‌ও বেশি 5জি স্মার্টফোন

Moto One Hyper এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। এই রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ঠিক পপ আপ মেকানিজমের জায়গায় দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে 64 মেগাপিক্সেল লেখা আছে। এই ক‍্যামেরা সেট‌আপের একটি বিশেষত্ব হল এই সেট‌আপের বাঁদিকে ফ্ল‍্যাশ লাইট এবং তৃতীয় ক‍্যামেরা সেন্সর অবস্থিত। সাধারণত তৃতীয় সেন্সর এবং ফ্ল‍্যাশ লাইট মূল সেট‌আপের ডানদিকে থাকতে দেখা যায়। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং চারদিকে এল‌ইডি লাইটের সার্কেল আছে। 

স্পেসিফিকেশন

মিডিয়া রিপোর্ট অনুযায়ী Moto One Hyper ফোনটি 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.39 ইঞ্চির আইপিএস ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এই রিপোর্ট থেকে জানা গেছে Moto One Hyper এ 4 জিবি র‍্যাম দেওয়া হতে পারে। আরও জানা গেছে এতে 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হবে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানোও যাবে। 

দাম কমল 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরা‌ওয়ালা Oppo A5 2020 এর, মাত্র 11,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে এই ফোন

Moto One Hyper ফোনটি Motorola এর প্রথম স্মার্টফোন হতে চলেছে যা 64 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করবে। রিপোর্ট অনুযায়ী এই ফোনে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে Moto One Hyper এ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা দেওয়া হবে এবং এতে একটি ডেপ্থ সেন্সর‌ও থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য Moto One Hyper এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়ার কথা রিপোর্ট থেকে জানা গেছে। 

Moto One Hyper ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি এন‌এফসি, ব্লুটুথ 5.0 সাপোর্ট করবে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 3,600 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here