Samsung Galaxy A80 এর দাম কমল 8,000 টাকা, জেনে নিন নতুন দাম

সাউথ কোরিয়ার ইলেকট্রিক কোম্পানি Samsung তাদের সুন্দর এবং বিশেষ Galaxy A80 এর দাম কমালো। বিশেষ ডিজাইনের সঙ্গে এই ফোনটি এবছর অর্থাৎ 2019 সালের জুলাই মাসে ভারতীয় মার্কেটে লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় এই ফোনটির দাম 47,990 টাকা ছিল। এবার ফোনটির দাম 8,000 টাকা কমানো হয়েছে। 

দাম কমল 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরা‌ওয়ালা Oppo A5 2020 এর, মাত্র 11,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে এই ফোন

নতুন দাম

আমরা Samsung Galaxy A80 এর এই প্রাইস কাটের কথা অফলাইন রিটেইলারদের থেকে জানতে পেরেছি। এই প্রাইস পাকাপাকিভাবে করা হয়েছে। এই উৎসবের মরশুমে Samsung Galaxy A80 ফোনটি অফলাইন রিটেইল স্টোর থেকে 39,990 টাকা দামে কিনতে পারবেন। 

বিশেষ ক‍্যামেরা ডিজাইন

কোম্পানি Samsung Galaxy A80 ফোনটি রোটেটিং ক‍্যামেরার সঙ্গে পেশ করা হয়েছে। শুনতে আজব লাগলেও Samsung Galaxy A80 এর রেয়ার ক‍্যামেরা এবং ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপ একটিই। কোম্পানি তাদের এই ফোনটি রোটেটিং স্লাইডার প্যানেলের সঙ্গে তৈরি করা হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে দেওয়া রেয়ার ক‍্যামেরা সেট‌আপে তিনটি ক‍্যামেরা সেন্সর আছে। 

দীপাবলি অফারে আরও সস্তায় পাওয়া যাবে Samsung Galaxy A10s, 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার

সেলফির কম‍্যান্ড দিলে এই স্লাইডার প‍্যানেল ওপরের দিকে ওঠে এবং ফোন বডির বাইরে বেরিয়ে আসে। প‍্যানেল ওপরে ওঠার পর ফ্লিপ অর্থাৎ রোটেট হয়ে যায় অর্থাৎ তিনটি ক‍্যামেরা সেন্সর এবং ফ্ল‍্যাশ লাইটসহ সম্পূর্ণ সেট‌আপটি সামনের দিকে ঘুরে যায়। এভাবেই ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপে পরিণত হয়। 

স্পেসিফিকেশন

Samsung Galaxy A80  ফোনটিতে 6.7 ইঞ্চির বড় ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেট আছে। এছাড়া এই ফোনে 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। 

8 জিবি র‍্যাম ও 32 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে চলে এল Huawei Nova 5z, জেনে নিন দাম

আগেই বলা হয়েছে যে Samsung Galaxy A80 তে রেয়ার ক‍্যামেরা এবং ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপ একটিই। ফোনের রোটেটিং স্লাইডার প‍্যানেলে ট্রিপল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এতে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনের তৃতীয় ক‍্যামেরা সেন্সরটি 3ডি ডেপথ সেন্সিং টেকনিকযুক্ত এফ/2.2 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর।

Samsung Galaxy A80 একটি 4জি ফোন যা সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারযুক্ত। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A80 তে সুপার ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 3,700 এম‌এএইচের ব‍্যাটারী আছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here