6 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত হবে মোটো জেড4 প্লে, লিক হল স্পেসিফিকেশন

দীর্ঘদিন ধরে মোটোরোলার মোটো জি7 সিরিজ সম্পর্কে একের পর এক লিক এসেই চলেছে। আগামীকাল মোটোরোলা ব্রাজিলে এই সিরিজ পেশ করতে চলেছে এবং এই সিরিজে মোটো জি7, মোটো জি7 প্লে, মোটো জি7 প্লাস ও মোটো জি7 পাওয়ার স্মার্টফোন লঞ্চ করা হবে। মোটো জি7 সিরিজ লঞ্চের আগেই মোটো জেড4 প্লের তথ্য জানা গেছে। 91মোবাইলস মোটো জেড4 প্লের এক্সক্লুসিভ তথ্য পেয়েছে যেখানে ফোনটির ডিজাইন ও লুকের সঙ্গে এই ফোনের স্পেসিফিকেশনের‌ও উল্লেখ করা আছে।

এয়ারটেলের নতুন ধামাকা : 199 টাকায় 42 জিবি 4জি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল সম্পূর্ণ ফ্রি

আমরা জানতে পেরেছি মোটোরোলা জেড4 প্লে কোম্পানির তরফ থেকে 48 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে। মোটোরোলা এই ক‍্যামেরা সেট‌আপের জন্য সোনী বা স‍্যামসাঙের কিউ টেকনোলজির এস5কেজিএম1এসপি সেন্সর ব‍্যবহার করবে। এই সেন্সর হুয়াইয়ের নোভা 4 ও কিছু দিন আগে লঞ্চ হ‌ওয়া শাওমি রেডমি নোট 7 ও অনার ভিউ20 তে দেখা গেছে। অনার ভিউ20 ও রেডমি নোট 7 এই দুটি ফোন‌ই 48 মেগাপিক্সেল ক‍্যামেরা সাপোর্ট করে।

মোটো জেড4 এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে এই ফোনে 6.22 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। মোটোরোলার এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত হবে। লিক অনুযায়ী মোটো জেড4 প্লে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হবে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করবে। মোটোরোলার এই ফোন দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।

বিএস‌এন‌এল আপডেট করল পোস্টপেইড প্ল‍্যান, এখন পাওয়া যাবে ডবলের বেশি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল

মোটো জেড4 প্লের ভেরিয়েন্টদুটির মধ্যে একটিতে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং অপরটিতে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি দেওয়া থাকতে পারে। এক‌ই ভাবে মোটো জেড4 প্লেতে 3,600 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হতে পারে। মোটোরোলা এখনও পর্যন্ত মোটো জেড4 প্লে সম্পর্কে কিছু জানায়নি তবে আশা করা হচ্ছে কোম্পানি মোটো জি7 সিরিজের পরেই খুব তাড়াতাড়ি মোটো জেড4 প্লে লঞ্চ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here