Exclusive : দেখুন Motorola One Action এর প্রথম ফোটো

আমরা কিছু দিন আগে জানিয়েছিলাম টেক কোম্পানি মোটোরোলা তাদের ওয়ান সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে যা কোম্পানির তরফ থেকে Motorola One Action নামে লঞ্চ করা হবে। আমাদের এক্সক্লুসিভ রিপোর্টে আমরা ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন পাঠকদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজ আরও একবার এই ফোনটি সম্পর্কে আমরা এমন কিছু খবর দিতে চলেছি যা শুধুমাত্র আমরাইজানি। আজ আরও একটি এক্সক্লুসিভ রিপোর্টে আমরা আপনাদের ফোনটি লঞ্চের আগেই Motorola One Action ফোনটির ফোটো দেখাতে চলেছি, যার থেকে আপনারা ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়।

Motorola One, Moto G7 ও Moto G7 Power ফোনের দাম কমলো, কোম্পানি করছে নতুন প্ল‍্যান

ডিজাইন
Motorola One Action ফোনটি কোম্পানির পক্ষ থেকে পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। এই ফোনটি কোম্পানির দ্বিতীয় পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন হতে চলেছে। Motorola One Vision এর হাত ধরে কোম্পানি তাদের প্রথম পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন পেশ করেছে যা আগামী 20 জুন ভারতে লঞ্চ হবে। Motorola One Action এর ফ্রন্ট প‍্যানেলের তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট দেওয়া হবে।

মোটোরোলার এই ফোনে ডিসপ্লের ওপরের দিকে বাঁদিকে ছোট হোল দেখা যাবে। এই হোলের মধ্যেই সেলফি ক‍্যামেরা দেওয়া হবে। Motorola One Action এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের দিকে ডানদিক ঘেঁষে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। এই ক‍্যামেরা সেট‌আপে কোম্পানি 117 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করেছে। ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচেই ফ্ল‍্যাশ লাইট অবস্থিত। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড মোটোরোলার লোগো দেওয়া হয়েছে।

40 কোটিরও বেশি ডাউনলোড হয়েছে PUBG মোবাইল, আয়ের দিক থেকে নতুন রেকর্ড

Motorola One Action এর ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট আছে। এক‌ই ভাবে ফোনটির নিচের প‍্যানেলে স্পিকার ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। প্রসঙ্গত Motorola One Action এর ব‍্যাক প‍্যানেলে Android One লেখা আছে। যার থেকে স্পষ্ট বোঝা যায় Motorola One Action ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান ভার্সনের সঙ্গে লঞ্চ করা হবে।

স্পেসিফিকেশন
এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী কোম্পানি তাদের এই নতুন ওয়ান সিরিজের স্মার্টফোনটি নিয়ে কাজ করছে যা খুব তাড়াতাড়ি টেক মঞ্চে পেশ করা হবে। তথ্য অনুযায়ী এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে 1080 × 2520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে। প্রসেসিঙের জন্য এতে স‍্যামসাঙের এক্সিনস 9609 চিপসেট ও হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য মালি জি72 জিপিইউ থাকবে।

BSNL এর নতুন প্ল‍্যানে পাওয়া যাবে প্রতিদিন 1 জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল, দাম মাত্র 151 টাকা

ফোটোগ্ৰাফির জন্য Motorola One Action এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে দেওয়া দুটি সেন্সরের মধ্যে একটি সেন্সর 12.6 মেগাপিক্সেলের হবে। সেলফির জন‍্য‌ও এতে 12.6 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে। তথ্য অনুযায়ী Motorola One Action ফোনটি 3 জিবি ও 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হবে যা 32 জিবি, 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত হবে। রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here