শীঘ্রই লঞ্চ হবে Motorola Razr 40 Ultra স্মার্টফোন, তার আগেই জেনে নিন ফোনের দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • এই ফোল্ডেবল ফোনটি 1 জুন লঞ্চ হতে পারে।
  • নতুন Moto Razr ফোনে দুটি ডিসপ্লে দেখা যাবে।
  • এই ফোনটির দাম 1 লাখ 6 হাজার টাকা হতে পারে।

আগামী 1 জুন Motorola তাদের ফোল্ডেবল ফোন Motorola Razr 40 Ultra লঞ্চ করতে পারে। এই ডিভাইসটি সম্প্রতি সৌদি আরবের একটি রিটেইলার ওয়েবাসাইটে দেখা গেছিল। এবার Winfuture ওয়েবসাইটটিতে Razr 40 Ultra ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে। আরও পড়ুন: 8 জুন ভারতে লঞ্চ হতে পারে Realme 11 Pro সিরিজ, জেনে নিন ডিটেইলস

Motorola Razr 40 Ultra ফোনের সম্ভাব্য দাম

লিক রিপোর্ট অনুযায়ী, Motorola Razr 40 Ultra-এর দাম 1169 ইউরো থেকে 1199 ইউরো অর্থাৎ প্রায় 1 লাখ 6 হাজার টাকার কাছাকাছি হবে। এই ফোনটি ভিভা ম্যাজেন্টা, ইনফিনিটি ব্ল্যাক এবং গ্লেসিয়ার ব্লু এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে।

Motorola Razr 40 Ultra ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Motorola Razr 40 Ultra একটি ফোল্ডেবল ফোন হওয়ায় এতে দুটি ডিসপ্লে থাকবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনের প্রাইমারি ডিসপ্লে 6.9-ইঞ্চি pOLED হবে। যেখানে 2400 x 1080 এর পিক্সেল রেজলিউশন এবং ইন্ডাস্ট্রির সেরা 165Hz রিফ্রেশরেট পাওয়া যাবে। আরেকটিতে 3.6 ইঞ্চি রেয়ার ডিসপ্লে থাকবে। এর মধ্যেও 165Hz রিফ্রেশরেট এবং 1066 x 1056 পিক্সেল রেজলিউশন পাওয়া যাবে।
  • প্রসেসর: Motorola Razr 40 Ultra ফোনে একটি দুর্দান্ত অক্টা-কোর Snapdragon 8+ Gen 1 চিপসেট দেওয়া যেতে পারে।
  • স্টোরেজ: এই ফোনটি 8GB LPDDR5 RAM এবং 256GB স্টোরেজ সহ পাওয়া যাবে।
  • ক্যামেরা: Razr 40 Ultra ফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়াল রেয়ার ক্যামেরা পাওয়া যাবে। যেখানে f/1.5 অ্যাপারচার যুক্ত 12MP প্রাইমারি লেন্স এবং f/2.2 অ্যাপারচার যুক্ত 13MP আল্ট্রা ওয়াইডলেন্স থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে f/2.4 অ্যাপারচার যুক্ত একটি 32MP ক্যামেরা লেন্স দেওয়া হবে।
  • ব্যাটারি: Motorola এর এই ফোল্ডেবল ফোনটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 3,800mAh ব্যাটারি সাপোর্ট করবে।
  • OS: এই ডিভাইসটি Android 13 এ রান করবে।
  • কানেক্টিভিটি: এই ফোনে ডুয়াল-সিম 5G, Wi-Fi 6, NFC, ব্লুটুথ V5.3-এর মতো ফিচার পাওয়া যাবে।
  • অন্যান্য ফিচার: Razr 40 Ultra ফোনটিতে IP52 রেটিং থাকবে, যার ফলে এই ফোনটি জল এবং ধুলোর হাত থেকে সুরক্ষিত থাকবে। এই ফোনে ওয়্যারলেস চার্জিং এবং স্টেরিও স্পিকার সেটআপও পাওয়া যাবে।
  • ওজন এবং ডায়মেনশন: লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনের ডায়মেনশন হবে 170.8x74x7mm এবং ওজন হবে 189 গ্রাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here