মোটোরোলা রেজার 2000 এর দশকের একটি ক্লাসিক ফ্লিপ ফোন, যা পড়ে ফোল্ডেবল ফোন হিসেবে লঞ্চ করা হয়েছিল। এই ধারা বজায় রেখে মোটোরোলা রেজার+ (রেজার 50 আল্ট্রা) ফোনটি হট পিঙ্ক কালার অপশনে পেশ করা হয়েছে এবং প্যারিস হিলটন যোগ করার জন্য পুরনো স্মৃতি আরও বেশি জীবন্ত হয়ে উঠেছে। Motorola তাদের এই ফোনটি Razr+ Paris Hilton Edition নামে এবং Paris Pink কালার অপশনে লঞ্চ করেছে। এতে প্যারিস হিলটন সিগনেচার এবং তাঁর জপ্রিয় ডায়লগ “That’s hot” ও দেখা যাবে।
Motorola Razr+ Paris Hilton Edition এর দাম ও সেল
- Motorola Razr+ Paris Hilton Edition ফোনটির দাম 1,200 ডলার (অর্থাৎ প্রায় 1,04,177 টাকা) রাখা হয়েছে।
- আগামী 13 ফেব্রুয়ারী থেকে আমেরিকাতে মোটোরোলা ওয়েবসাইটের মাধ্যমে এক্সক্লুসিভভাবে সেল শুরু হবে।
- এটি একটি লিমিটেড এডিশন, তাই স্টক কম হতে পারে। ইউজাররা মোটোরোলা ওয়েবসাইটের মাধ্যমে ডিভাইসটি রেজিস্টার করতে পারবেন।
- ফোনের সঙ্গে একটি কাস্টম ডিজাইন প্যাকেজ দেওয়া হবে। এতে প্যারিস হিলটন এর অটোগ্রাফ সহ পিঙ্ক আইকন কালারের ভেগান লেদার কেস এবং দুটি রিষ্ট স্ট্রেপ পিঙ্ক স্পার্কেল ও পিঙ্ক ভেগান লেদার রয়েছে।
Motorola Razr+ Paris Hilton Edition এর নতুনত্ব
নতুন লিমিটেড Motorola Razr+ Paris Hilton Edition ফোনটি পিঙ্ক কালার ফিনিশ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে প্যারিল হিলটনের সিগনেচার দেওয়া হয়েছে। ফোনের হিঞ্জের বাইরের অংশে ক্যাচফ্রেজ ‘দ্যাট’স হট’ লেখা রয়েছে। ফোনটিতে প্যারিস হিলটনের নিজেস্ব চারটি কাস্টমাইজ রিংটোন এবং 13টি ওয়ালপেপার যোগ করা হয়েছে।
Motorola Razr+ Paris Hilton Edition এর স্পেসিফিকেশন
ডিজাইনের পরিবর্তন ছাড়া Motorola Razr+ Paris Hilton Edition ফোনের স্পেসিফিকেশন আগের রেগুলার মডেলের মতো রয়েছে। নীচে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।
- ডিসপ্লে: Motorola razr+ স্মার্টফোনে 6.9-ইঞ্চির FHD+ pOLED ডিসপ্লে সহ 165Hz রিফ্রেশ রেট, 3000 নিটস পর্যন্ত পীক ব্রাইটনেস রয়েছে। এই ফোনে 2400 নিটস পীক ব্রাইটনেস, 165Hz রিফ্রেশ রেট এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ 4 ইঞ্চির pOLED LTPO আউটার ডিসপ্লে দেওয়া হয়েছে।
- প্রসেসর: Motorola razr+ স্মার্টফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টা-কোর চিপসেট লঞ্চ করা হয়েছে। এই ফোনে স্টোরেজের জন্য 12GB LPDDR5X RAM ও 512GB UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
- ক্যামেরা: Moto razr+ স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত f/1.7 অ্যাপার্চার সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2x অপ্টিক্যাল জুম সহ 50MP টেলিফটো ক্যামেরা যোগ করা হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Motorola razr+ স্মার্টফোনে 45W টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং ও 5W রিভার্স চার্জিং সাপোর্টেড 4000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
বর্তমানে Motorola Razr+ Paris Hilton Edition ফোনটির লিমিটেড স্টক রয়েছে এবং এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে না।