কয়েক দিন আগেই আমরা Samsung এর আগামী স্মার্টফোন Galaxy A51 এর ফোটো শেয়ার করেছিলাম। এই ফোটো ফোনটির ম্যানুফ্যাকচারিং লেভেলের এবং এতে ফোনটির ইন্টারনাল প্যানেল দেখা গেছে। ফোনটির ফোটো শেয়ার করার সময় আমরা জানিয়েছিলাম নয়ডায় অবস্থিত কোম্পানির ফ্যাক্টরীতে Samsung Galaxy A51 এর কাজ শুরু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি এই স্মার্টফোনটি মার্কেটে লঞ্চ করে দেওয়া হবে। এবার Samsung Galaxy A51 এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে।
আরও পড়ুন : Mi Super Sale: Xiaomi ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড়, জেনে নিন কখন কিভাবে কিনবেন
ড্রয়েডশাউট এই Samsung Galaxy A51 এর স্পেসিফিকেশন শেয়ার করেছেন। ওয়েবসাইটে শেয়ার করা রিপোর্টে Samsung Galaxy A51 এর ক্যামেরা ডিটেইলস ও ডিসপ্লে সাইজসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A51 ফোনটি 6.5 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। এমোলেড ডিসপ্লে থাকায় আশা করা হচ্ছে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
পেশ হওয়া রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A51 এর ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। রিপোর্টে বলা হয়েছে এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। Samsung Galaxy A51 এ 4,000 এমএএইচের শক্তিশালী ব্যাটারী দেওয়া হতে পারে। এই নতুন রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A51 ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে স্যামসাঙের ওয়ান ইউআই 2.0 তে রান করবে।
আরও পড়ুন : Realme এর ধামাকা : মাত্র এক মাসে বিক্রি হল 52 লক্ষ স্মার্টফোন, তবে কি নড়ে গেল Xiaomi?
কেমন হবে লুক?
ডিজাইনের দিক থেকে Samsung Galaxy A51 এর ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। তবে এবার ডিজাইন একটু অন্য ধরনের হতে পারে এবং কোম্পানি এই ফোনে “L” শেপের ক্যামেরা সেটআপ যোগ করবে। ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে তেমন কোনো তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। লিক হওয়া ফোটোয় দেখা গেছে এই ফোনের নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 3.5 এমএম অডিও জ্যাক আছে এবং ফোনটির লাউডস্পীকার ফোনের ব্যাক প্যানেলে অবস্থিত হতে পারে।
স্যামসাঙের অন্যান্য ফোনের মতো এতেও তিনটি কার্ডের স্লট থাকবে। অর্থাৎ এই ফোনে দুটি সিম কার্ডের সঙ্গে একটি মেমরি কার্ড একই সঙ্গে ব্যবহার করা যাবে। আমরা স্ক্রিন প্যানেলের ছবি পাইনি, তবে যতদূর জানা গেছে এতে ওয়াটারড্রপ নচ দেখা যাবে। বিগত কিছু সময় ধরে লঞ্চ হওয়া স্যামসাঙের মিড রেঞ্জ স্মার্টফোনের ক্ষেত্রে এই ধরনের স্ক্রিনই ব্যবহার করা হয়েছে। আশা করা হচ্ছে নতুন বছরের আগেই কোম্পানি তাদের Samsung Galaxy A51 ফোনটি লঞ্চ করে দেবে।
আরও পড়ুন : Jio কে পিছনে ফেলে ইন্টারনেট স্পীডে এগিয়ে অন্য কোম্পানি, জেনে নিন অন্যান্য কোম্পানির অবস্থা
Samsung Galaxy S10 Lite
একই সঙ্গে স্যামসাঙের খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলা আরেকটি স্মার্টফোন Samsung Galaxy S10 Lite সম্পর্কে জানিয়ে রাখি এই ফোনটি G770F/DS মডেল নাম্বারের সঙ্গে লঞ্চ করা হবে। নতুন সার্টিফিকেশনে বলা হয়েছে Samsung Galaxy S10 Lite ফোনটিতে 4,370 এমএএইচের ব্যাটারী যোগ করা হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ফোনে নূন্যতম পাওয়ার থাকবে এবং এই স্মার্টফোনে 4,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে। সার্টিফিকেশন অনুযায়ী Samsung Galaxy S10 Lite এর ব্যাটারী 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারী 3.85V পাওয়ার চার্জ সাপোর্ট করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন