নতুন 5G স্মার্টফোন কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই 7টি বিষয়

দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে ভারতে 5G এর পরিষেবা শুরু হয়ে গেছে। ভারতে সবার প্রথমে Airtel 5G পরিষেবা শুরু করেছে। 1 অক্টোবর থেকে আটটি শহরে (দিল্লি, বারাণসী, নাগপুর, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই এবং শিলিগুড়ি) 5G পরিষেবা শুরু করেছে কোম্পানি ৷ তারপর Jio ভারতের চারটি শহরে (মুম্বাই, দিল্লি, কলকাতা এবং বারাণসী) 5G চালু করেছে। Airtel এবং Jio তাদের 5G পরিষেবাগুলি অন্যান্য শহরে প্রসারিত করার জন্য ক্রমাগত দ্রুত কাজ করছে। Jio জানিয়েছে যে তারা 2023 সালের শেষ নাগাদ সারা দেশে 5G পরিষেবা চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে। Airtel 2024 সালের মার্চ পর্যন্ত সারা দেশে 5G কভারেজ অফার করবে। 5G নেটওয়ার্কের সুবিধা নিতে আপনার অবশ্যই একটি 5G স্মার্টফোন থাকতে হবে৷ আজকের এই পোস্টে আমি আপনাদের জানিয়ে দেব যে 5G ফোন কেনার জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। আরও পড়ুন:  Dodge মোটরস্পোর্টস চার্জার এর কারণে PUBG তে পাবেন নতুন চার্জিং স্টেশন

নতুন 5G স্মার্টফোন গাইড: মনে রাখুন এই 7টি গুরুত্বপূর্ণ জিনিস

সব 5G স্মার্টফোন এক রকম নয়

5G চিপসেট যুক্ত সব স্মার্টফোন বা 5G লোগো সহ সমস্ত স্মার্টফোনে ইউজাররা একইরকম 5G ইন্টারনেট স্পিড পায় না৷ একটি ভাল 5G স্মার্টফোন কেনার আগে, প্রসেসর, mmWave এবং সাব-6GHz চেক করতে ভুলবেন না। 5G স্পিড কতটা ভালো হবে তা নির্ভর করে mmWave 5G ব্যান্ডের উপর। sub-6GHz ব্যান্ডটি 4G এর থেকেও ভাল স্পিড অফার করে। যদিও এটি মূলত কভারেজের জন্য হয়।

অবশ্যই চেক করুন 5G ব্যান্ড সাপোর্টের নম্বর

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নতুন 5G ফোনটি কতগুলি ব্যান্ড সাপোর্ট করে সেটা অবশ্যই চেক করে দেখুন৷ এমনকি টেকনোলজির বিষয়গুলো বাদ দিলেও, এটি স্বাভাবিক বিষয় যে ফোনে যত বেশি 5G ব্যান্ড এর সাপোর্ট পাওয়া যাবে তত ভাল হবে। ভারতে 5G স্মার্টফোনগুলি 11 5G ব্যান্ড বা তার বেশি সাপোর্ট করে৷ আরও পড়ুন: Jio-কে টক্কর দিতে BSNL নিয়ে এল 30 দিনের প্ল্যান, প্রতিদিন পাবেন 2GB ডেটা

লেটেস্ট 5G স্মার্টফোন সেরা

গত দুই বছর ধরে ভারতে 5G স্মার্টফোন সেল এর জন্য পাওয়া যাচ্ছে। আপনি যদি একটি নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করেন, তাহলে আমি আপনাদের লেটেস্ট লঞ্চ হওয়া 5G স্মার্টফোন কেনার পরামর্শ দেব। লেটেস্ট লঞ্চ হওয়া ফোনগুলো পুরনো ফোনের চেয়ে ভালো প্রসেসর, ভালো 5G স্পিড এবং কভারেজ পাবে। আপনি কম দামে পুরানো 5G স্মার্টফোন কিনতে পারেন তবে আপনি এতে 5G এর সার্ভিস কম পাবেন।

ব্যাটারির দিকটি খেয়াল রাখবেন

5G স্মার্টফোনে ইন্টারনেটের স্পিড অনেক বেশি হয়। কিন্তু এর কারণে ফোনে পাওয়ার খরচ বেড়ে যায়। তাই 5G স্মার্টফোন কেনার সময় বেশি ক্যাপাসিটির ব্যাটারি অপশনে রাখবেন। আপনি যদি 6.5-ইঞ্চি বা তার চেয়ে বড় ডিসপ্লে সহ একটি স্মার্টফোন কেনেন, তাহলে 5000mAh-এর বেশি ব্যাটারি থাকা জরুরি। ফোনের ডিসপ্লে ছোট হলে 4500mAh ব্যাটারিই যথেষ্ট। আরও পড়ুন: জেনে নিন Jio-এর প্রতিদিন 1GB ডেটাওয়ালা প্ল্যানের বিস্তারিত তথ্য

বাজেট 5G স্মার্টফোনও কিন্তু খারাপ নয়

প্রথমদিকে 5G সাপোর্ট সহ ব্যয়বহুল এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন পাওয়া যেত। যদিও এখন 5G সাপোর্ট সহ বাজেট স্মার্টফোনও মার্কেটে পাওয়া যাচ্ছে। মার্কেটে আজ 15000 টাকার নিচে 5G ফোন পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনগুলি আরও ভাল ডিসপ্লে রেজলিউশন, ক্যামেরা সেন্সর এবং 5G স্পিড সাপোর্ট করে। আপনি কম বাজেটেও একটি ভাল 5G স্মার্টফোন কিনতে পারেন।

নিয়মিত আপডেটও প্রয়োজন

5G এই মুহূর্তে একটি নতুন টেকনোলজি। তাই এই বিষয়টির সম্ভাবনা অনেক বেশি যে এর স্থিতিশীলতা এবং কানেক্টিভিটি সম্পর্কিত সফ্টওয়্যার আপডেট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই একটি নতুন 5G স্মার্টফোন কেনার সময় এমন ব্র্যান্ড বেছে নেবেন যেটি নিয়মিত এবং সময়মত সফ্টওয়্যার আপডেট অফার করে। আরও পড়ুন: 14 অক্টোবর ভারতে লঞ্চ হবে সস্তা স্মার্টফোন Redmi A1+, দেখে নিন সম্ভাব্য দাম

5G এর পাশাপাশি আপনার প্রয়োজনের যত্ন নিন

একটি 5G স্মার্টফোন কেনার আগে, আপনার প্রয়োজনীয়তা পরীক্ষা করা উচিত। এটা ঠিক যে স্মার্টফোনের দাম যত বেশি হবে তত ভাল ফিচার পাওয়া যাবে। তবে বাজেট স্মার্টফোনের কথা বললে এতে 5G এর জন্য যথেষ্ট ব্যান্ড সাপোর্ট পাওয়া যায় । তবে শুধুমাত্র 5G এর কথাই মাথায় রাখতে হবে এমন কোন বিষয় নেই, আপনার প্রয়োজন অনুযায়ী একটি নতুন ফোন কিনুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন