বর্তমানে ভারতের সবচেয়ে বেশি ইউজার বেস সহ দেশের প্রথম টেলিকম কোম্পানির স্থান দখল করে রয়েছে Reliance Jio। অন্যান্য টেলিকম কোম্পানি থেকে শুরু করে সাধারণ মানুষ এই কথা কেউ অস্বীকার করতে পারবে না যে ভারতে টেলিকম সেক্টরে নতুন বিপ্লব আনার জন্য জিওই দায়ী। ফ্রি ভয়েস কল থেকে শুরু করে হাই স্পীড ডেটা সবই বলতে গেলে জিওর অবদান। কোম্পানির প্রতিটি প্ল্যানেই প্রচুর পরিমাণে ডেটার সঙ্গে ফ্রি কলিং পাওয়া যায়। তবে সব ইউজারদের তো বিপুল ডেটার প্রয়োজন হয় না, তাই সেই ধরনের ইউজারদের কথা মাথায় রেখে কোম্পানি রেখেছে প্রতিদিন 1GB ডেটা সহ কয়েকটি প্ল্যান। আজ আমরা এই প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আরও পড়ুন: জেনে নিন অনলাইনে ইলেকট্রিক বিল চেক করার সহজ উপায়
1 GB/day Plans
- Jio-এর 149 টাকা দামের প্রিপেইড প্ল্যান
- Jio-এর 179 টাকা দামের প্রিপেইড প্ল্যান
- Jio-এর 209 টাকা দামের প্রিপেইড প্ল্যান
Jio-এর 149 টাকা দামের প্রিপেইড প্ল্যান
জিওর 149 টাকা দামের প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 1GB করে ডেটা পাওয়া যায় এবং এই প্ল্যানের ভ্যালিডিটি 20 দিন। অর্থাৎ এই প্ল্যানে মোট 20GB ডেটা উপভোগ করা যায়। এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজাররা প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে 100টি করে ফ্রি এসএমএস পাবেন।
Jio-এর 179 টাকা দামের প্রিপেইড প্ল্যান
কোম্পানির 179 টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 24 দিন এবং প্ল্যানেও প্রতিদিন 1GB করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 24GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে 100টি করে ফ্রি এসএমএস দেওয়া হয়। আরও পড়ুন: Airtel 5G Speed Test Live : বাজ পাখির গতির মত স্বল্প সময়ের মধ্যেই শেষ হচ্ছে Airtel 5G ডেটা
Jio-এর 209 টাকা দামের প্রিপেইড প্ল্যান
কোম্পানির 209 টাকা দামের প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 1GB করে ডেটা পাওয়া যায় এবং এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অর্থাৎ এই প্ল্যানে মোট 28GB ডেটা উপভোগ করা যায়। এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজাররা প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে 100টি করে ফ্রি এসএমএসের সুবিধা পাবেন।
উল্লেখ্য, উপরোক্ত তিনটি প্ল্যানেই JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud এর মতো জিও অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। আরও পড়ুন: 19 টাকা থেকে শুরু Airtel এর এইসব 5G ডেটা প্ল্যানগুলিতে পাবেন 50GB পর্যন্ত ডেটা, দেখে নিন তালিকা
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন