Jio-কে টক্কর দিতে BSNL নিয়ে এল 30 দিনের প্ল্যান, প্রতিদিন পাবেন 2GB ডেটা

Reliance Jio কে টক্কর দিতে BSNL এক সাথে দুটি নতুন লো বাজেট এবং সেরা প্রিপেড রিচার্জ প্ল্যান পেশ করেছে। আসলে, কোম্পানি 30 দিনের রিচার্জের পাশাপাশি ’90 দিনের রিচার্জ’ প্ল্যান লঞ্চ করেছে। সরকারি টেলিকম কোম্পানি BSNL এর 30 দিনের রিচার্জ প্ল্যানে কলিং, ডেটা এবং SMS এর মতো দুর্দান্ত সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও, কোম্পানির এমন একটি লো বাজেট রিচার্জ প্ল্যান, যেখানে ইউজাররা 300 টাকার কম দামে অনেকগুলি দুর্দান্ত সুবিধা পাবেন। এই পোস্টে আমি আপনাদের এই প্ল্যানটির সম্পর্কে ডিটেইল এ জানাবো। আরও পড়ুন: 14 অক্টোবর ভারতে লঞ্চ হবে সস্তা স্মার্টফোন Redmi A1+, দেখে নিন সম্ভাব্য দাম

30 দিনের ভ্যালিডিটি

BSNL কোম্পানির রিচার্জ প্ল্যানের দাম 269 টাকা। 300 টাকার নিচের এই রিচার্জ প্ল্যানে ইউজাররা 28 দিনের পরিবর্তে 30 দিনের সম্পূর্ণ ভ্যালিডিটি পাবেন। কোম্পানি তাদের টুইটার হ্যান্ডেলে এই প্ল্যানটির সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে।

OTT এর সাথে গেমিং এর সুবিধা

এই প্ল্যানে Eros Now Entertainment, Lystn Podcast সার্ভিস, Hardy মোবাইল গেম সার্ভিস, Lokhdhun, Zing-এর ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এছাড়াও, গ্রাহকরা গেমিং এ 2 লাখ টাকার পুরস্কার জিততে পারেন। শুধু তাই নয়, STV269 প্ল্যান ইউজাররা 30 দিনের জন্য ফ্রিতে টিউন এর সুবিধা পাবেন, যেটা যত বার ইচ্ছে পরিবর্তন করা যাবে। আরও পড়ুন: জেনে নিন অনলাইনে ইলেকট্রিক বিল চেক করার সহজ উপায়

60GB ডাটা এবং ফ্রি কলিং এর সুবিধা থাকবে

আপনারা BSNL STV প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি পাবেন। এই ভ্যালিডিটির সময় গ্রাহকরা প্রতিদিন 2GB ডেটা অর্থাৎ মোট 60GB ডেটা পাবেন। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড কলিং এর সুবিধা সহ ইউজারদের প্রতিদিন 100টি SMS এর সুবিধা দেওয়া হবে।

শীঘ্রই চালু হবে BSNL 5G

বেসরকারী কোম্পানিগুলোর ইউজারদের মতো, BSNL ইউজারদের 5G পরিষেবার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) 2022 এর সময় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিশ্চিত করেছেন যে BSNL আগামী বছরের 15 আগস্টের দিকে ভারতে 5G পরিষেবা প্রদান করবে। আরও পড়ুন: Airtel 5G Speed Test Live : বাজ পাখির গতির মত স্বল্প সময়ের মধ্যেই শেষ হচ্ছে Airtel 5G ডেটা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here