2024 সালের সেপ্টেম্বর মাস পড়ে গেছে এবং এই মাসে বিভিন্ন রেঞ্জের বেশ কিছু অসাধারণ ফোন লঞ্চ হতে চলেছে। এই মাসেই Apple iPhone 16 সিরিজও পেশ হতে চলেছে, তবে আমরা এই পোস্টে কথা বলছি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম সপ্তাহের। এই সপ্তাহে বিভিন্ন লো বাজেট স্মার্টফোন লঞ্চ হবে। এই ফোনগুলির দাম 8 হাজার থেকে 12 হাজার টাকার মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
এই সপ্তাহে লঞ্চ হবে এইসব স্মার্টফোন:
Tecno Spark GO 1
লঞ্চ ডেট: 3 সেপ্টেম্বর
দাম: 7,299 টাকা
Tecno Spark GO 1 ফোনটির দাম 7,299 টাকা হবে এবং এই ফোনের সেল 3 সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই ফোনে 4GB RAM এর সঙ্গে 64GB Storage দেওয়া হবে। এই ফোনে 4GB Memory Fusion ফিচার থাকবে, যার ফলে এতে 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Unisoc T615 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে।
Tecno Spark GO 1 ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.67 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হবে।
Samsung Galaxy A06
লঞ্চ ডেট: 3 সেপ্টেম্বর
দাম: 9,999 টাকা
Samsung রিটেইলস স্টোরেজ তাদের Galaxy A06 ফোনটি স্টক করা শুরু করে দিয়েছে। এই সপ্তাহেই এই ফোনটির সেল শুরু হয়ে যাবে। এই ফোনে 4GB RAM থাকবে এবং এটির 64GB স্টোরেজ মডেল 9,999 টাকা ও 128GB স্টোরেজ মডেল 11,499 টাকা দামে পেশ করা হবে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Helio G85 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে।
Samsung Galaxy A06 ফোনে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে এবং ফোনটির ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে বলে শোনা যাচ্ছে। এতে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হবে।
Infinix Hot 50 5G
লঞ্চ ডেট: 5 সেপ্টেম্বর
দাম: 12,999 টাকা (সম্ভাব্য)
ভারতে আগামী 5 সেপ্টেম্বর Infinix Hot 50 5G ফোনটি লঞ্চ করা হবে এবং ফোনটির দাম 12 হাজার টাকা থেকে 15 হাজার টাকার মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি এই সেগমেন্টের সবচেয়ে স্লিম ফোন হতে চলেছে। এই ফোনের থিকনেস 7.8mm হবে বলে জানা গেছে। এই ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট এবং 8GB RAM যোগ করা হবে।
এছাড়াও Infinix Hot 50 5G ফোনে 48MP Sony Dual AI Camera দেওয়া হবে। অনেক দিন পর আবার কোনো কোম্পানি তাদের ফোনে 50MP এর বদলে 48MP ক্যামেরা সেন্সর যোগ করতে চলেছে। লিক অনুযায়ী এই ফোনে 90 রিফ্রেশ রেটযুক্ত স্ক্রিন এবং পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি থাকবে।