ভারতে লঞ্চ হল নতুন Noise Smartwatch ColorFit Pro 6 এবং Pro 6 Max, রয়েছে বিভিন্ন AI ফিচার

জনপ্রিয় স্মার্ট ওয়্যারেবল ব্র্যান্ড নয়েস ভারতে তাদের নতুন ColorFit Pro 6 সিরিজ স্মার্টওয়াচ লঞ্চ করেছে। ভারতের বাজারে এই সিরিজে কোম্পানির পক্ষ থেকে ColorFit Pro 6 এবং ColorFit Pro 6 Max পেশ করা হয়েছে। এই দুটি ডিভাইস “Intelligence on your Wrist” ট্যাগলাইন সহ বাজারে আনা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ এই দুটি স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Noise ColorFit Pro 6 সিরিজের দাম

  • Noise ColorFit Pro 6 এর দাম 5,999 টাকা রাখা হয়েছে।
  • Noise ColorFit Pro 6 Max এর দাম রাখা হয়েছে 7,499 টাকা।
  • ColorFit Pro 6 এর প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং আগামী 27 জানুয়ারি থেকে এর সেল শুরু হবে।
  • ColorFit Pro 6 Max এর সেল শুরু হয়ে গেছে এবং গোনয়েস ডট কমের মাধ্যমে এটি সেল করা হচ্ছে।
  • আগামী 29 জানুয়ারি থেকে শপিং সাইট আমাজন ও ফ্লিপকার্টের মাধ্যমে ColorFit Pro 6 সিরিজের দুটি ওয়াচ সেল করা হবে।

Noise ColorFit Pro 6 সিরিজের ফিচার

ডিসপ্লে

ColorFit Pro 6 Max ওয়াচে 410 x 502 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 1.96-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। একইভাবে ColorFit Pro 6 ওয়াচে 390 x 450 পিক্সেল রেজোলিউশন সহ 1.85-ইঞ্চির স্ক্রিন রয়েছে।

ওএস

Noise ColorFit Pro 6 সিরিজের দুটি ওয়াচে EN2 প্রসেসর যোগ করা হয়েছে। এই ওয়াচদুটি Nebula UI 2.0 সহ কাজ করে। এই দুটি ওয়াচ কোনো সমস্যা ছাড়াই iOS এবং Android ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যায়।

ফিটনেস

ইউজারদের হেল্থ ও ফিটনেসের জন্য ColorFit Pro 6 সিরিজেড় ওয়াচদুটিতে বিভিন্ন ধরনের এক্সারসাইজ সহ 100+ স্পোর্টস মোড দেওয়া হয়েছে। এই দুটি ওয়াচে হার্ট রেট সেন্সর, SpO2 মনিটরিঙের মতো ফিচার রয়েছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

Noise ColorFit Pro 6 এবং Pro 6 Max ওয়াচে AI কম্প্যানিয়ন ফিচার যোগ করা হয়েছে। এর সাহায্যে ওয়াচ ইউজারদের অ্যাক্টিভিটি অ্যানালাইজ করে ইনটেলিজেন্ট অ্যাডভাইস এবং স্লিপ ইনসাইট দিতে সক্ষম। যারা AI টেকনোলজি এবং অ্যাডভান্স ফিটনেস ফিচার সহ স্মার্টওয়াচ পছন্দ করেন সেইসব মানুষদের জন্য এই সিরিজের ওয়াচদুটি দারুণ অপশন হতে চলেছে।

IP রেটিং

জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য সিরিজের Pro 6 ওয়াচে IP68 রেটিং রয়েছে। একইভাবে Pro 6 Max ওয়াচে 5 ATM ওয়াটার রেজিস্টেন্স দেওয়া হয়েছে।

অন্যান্য ফিচার

  • Pro 6 Max ওয়াচে বিল্ট ইন GPS রয়েছে এবং এতে ডাইরেক্ট কল ম্যানেজ করা যায়।
  • এতে 10টি কন্ট্যাক্ট সেভ করে রাখা যায় এবং কল লগ অ্যাক্সেস করা যায়।
  • এতে অলওয়েজ অন ডিসপ্লে (AoD), ইনটেলিজেন্ট নোটিফিকেশন, এমারজেন্সি SOS এবং পাসওয়ার্ড প্রোটেকশন ফিচার রয়েছে।
  • Noise ColorFit Pro 6 এবং Pro 6 Max ওয়াচে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here