আজকের দিন দাঁড়িয়ে সাধারণ মানুষের হাতে হাতে স্মার্টফোন থাকলেও Keypad Phone এর জনপ্রিয়তা আজও বজায় রয়েছে। আর কীপ্যাড ফোনের নাম উঠলে Nokia এর নাম উঠবে না এটা ভাবাও যায় না। এই কোম্পানির কাছে এমন অনেক ফিচার ফোন আছে যেগুলি বাজারে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। এইসব ফোনে কম দামেই সুন্দর ফিচার পাওয়া যায়। এমনই একটি কীপ্যাড ফোন হল Nokia 105। এই ফোনটি মাত্র 118 টাকা প্রতি মাসে দাম দিয়ে কিনে নিতে পারেন। অনলাইন শপিং সাইট আমাজনে আই অফার পাওয়া যাচ্ছে। এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: মাত্র 125 টাকায় পাওয়া যাবে Jio 4G Phone! জেনে নিন কোথায় এবং কিভাবে
Nokia 105 এর দাম এবং ডিল
- আমাজনে Nokia 105 ফোনটি 1,299 টাকা দামে লিস্টেড করা রয়েছে।
- এই ফোনটি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করে 12 মাসের EMI তে কেনা যাবে। অর্থাৎ গোটা বছর ধরে প্রতি মাসে মাত্র 118 টাকা করে দিতে হবে।
- একইভাবে 3 মাসের অপশন নিলে প্রতি মাসে 445 টাকা এবং 6 মাসের অপশন সিলেক্ট করলে মাসে মাত্র 227 টাকা করে ইএমআই দিতে হবে। এই দুটি অপশনও যথেষ্ট সস্তা।
- এছাড়াও আমাজনে এইচডিএফসি ব্যাঙ্ক কার্ড, ওয়ান কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
Nokia 105 এর দাম: 1,299 টাকা
এক বছরের EMI: 118 টাকা
3 মাসের EMI: 445 টাকা
6 মাসের EMI: 227 টাকা
সুন্দর রেটিং
আমাজনে Nokia 105 ফোনটি প্রায় 1 লক্ষ 44 হাজার মানুষ ইতিমধ্যে রেটিং দিয়েছেন। অর্থাৎ ফিচার ফোন হয়েও এই ফোনের জনপ্রিয়তা বেশ প্রশংসনীয়। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Samsung Galaxy A25 5G এর আসল ডিজাইন ও ফুল স্পেসিফিকেশন, দেখে নিন কেমন হবে এই ফোন
Nokia 105 এর ফিচার
1.77 inch Screen
single-SIM
1000mAh battery
wireless FM radio
- নোকিয়ার এই কীপ্যাড ফোনে 1.77 ইঞ্চির স্ক্রিন রয়েছে।
- এই ফোনের ওজন 80 গ্রাম এবং ডায়মেনশন 11.5 x 4.9 x 1.4 cm।
- দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপের জন্য এই ফোনে 1000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ, ইউএসবি এবং ওয়্যারলেস এফএম যোগ করা হয়েছে।
- এই ফোনে 0.03GB RAM দেওয়া হয়েছে।
- এই ফোনটি নোকিয়া সিরিজ 30 প্লাস অপারেটিং সিস্টেমে কাজ করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন