JioPhone কে টক্কর দিতে চলে এল Nokia 110, এতে আছে সেই বিখ্যাত স্নেক গেম

Nokia কোম্পানির ফোন নির্মাণকারী কোম্পানি HMD Global গত IFA 2019 ইভেন্ট উপলক্ষে Nokia 110 (2019), Nokia 800 Tough এবং Nokia 2720 Flip ফিচার ফোন লঞ্চ করেছিল। এর মধ্যে একটি ফোন Nokia 110 (2019) ভারতীয় মার্কেটে লঞ্চ করে দেওয়া হয়েছে। Nokia 110 (2019) ফোনটি আসলে 2012 সালে লঞ্চ হ‌ওয়া Nokia 110 ফোনটির নতুন রূপ। চলুন Nokia 110 (2019) ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। 

ভারতে লঞ্চ হল Redmi Note 8 Pro, 64 মেগাপিক্সেলের ক‍্যামেরার সঙ্গে এতে আছে 8 জিবি র‍্যাম এবং 4,500 এম‌এএইচ ব‍্যাটারী

দাম ও সেল

কোম্পানির পক্ষ থেকে Nokia 110 (2019) ফোনটি Ocean Blue, Black ও Pink কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। গত 18 অক্টোবর থেকে দেশের সমস্ত মোবাইল রিটেইল আউটলেট এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটি সেল করা হচ্ছে। Nokia 110 (2019) ফোনটির দাম রাখা হয়েছে 1,599 টাকা। 

স্পেসিফিকেশন

Nokia 110 (2019) এ 1.77 ইঞ্চির QVGA ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 4 এমবি র‍্যাম ও 4 এমবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 32 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনটি Nokia Series 30+ সফটওয়্যারে কাজ করে। 

Vodafone পাঠালো 9 লক্ষ টাকার বিল, অবাক গ্ৰাহক

Nokia 110 (2019) এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 800 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে এবং এই ফোনটি 14 ঘন্টা পর্যন্ত টকটাইম ও 18.5 দিনের স্ট‍্যান্ড বাই দিতে সক্ষম। এর সঙ্গে Nokia 110 (2019) ফোনটিতে বিখ্যাত স্নেক গেমসহ Ninja Up, Airstrike, Penalty Cup ও Doodle Jump এর মতো ট্রাই অ্যান্ড বাই গেম পাওয়া যাবে। 

কানেক্টিভিটির জন্য মাইক্রো ইউএসবি পোর্ট, 3.5 এম‌এম অডিও জ‍্যাক এবং 4জি সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 115.15 × 49.85 × 14.3 এম‌এম এবং ওজন 74.96 গ্ৰাম। এতে মিনি সিম, কিউভিজিএ ক‍্যামেরা, এল‌ইডি টর্চ এবং এফ‌এম রেডিও সাপোর্ট করে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here