ভারতে লঞ্চ হল Redmi Note 8 Pro, 64 মেগাপিক্সেলের ক‍্যামেরার সঙ্গে এতে আছে 8 জিবি র‍্যাম এবং 4,500 এম‌এএইচ ব‍্যাটারী

Xiaomi দীর্ঘ প্রতিক্ষার পর ভারতীয় বাজারে তাদের “রেডমি নোট” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়েছে। ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে কোম্পানি তাদের Redmi Note 8 Pro লঞ্চ করেছে। এটি ভারতে লঞ্চ হ‌ওয়া কোম্পানির প্রথম স্মার্টফোন যা 64 মেগাপিক্সেলের ক‍্যামেরার সঙ্গে পেশ করা হয়েছে। Redmi Note 8 Pro এর সঙ্গে কোম্পানি Redmi Note 8 ফোনটিও লঞ্চ করেছে এবং এই দুটি ফোন‌ই আগামী 21 অক্টোবর থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে। 

Exclusive : খুব তাড়াতাড়ি অফলাইন স্টোরে পাওয়া যাবে Vivo Z1x

দাম

ভারতে  Redmi Note 8 Pro তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা, 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,999 টাকা এবং 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,999 টাকা রাখা হয়েছে। Redmi Note 8 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে গামা গ্ৰিন, হলো হোয়াইট এবং শ‍্যাডো ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 

অন‍্যদিকে Redmi Note 8 ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 9,999 টাকা এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি স্পেস ব্ল‍্যাক, নেপচুন পার্পল, কসমিক পার্পল এবং মুনলাইট হোয়াইট কালার ভেরিয়েন্টে সেল করা হবে। 

পপ-আপ ক‍্যামেরা এবং 5জি টেকনোলজির সঙ্গে MWC 2020 তে লঞ্চ হতে পারে Nokia 8.2

Redmi Note 8 Pro 

ডিজাইন ও ডিসপ্লে

Redmi Note 8 Pro ফোনটি ওয়াটারড্রপ নচ ডিজাইনে তৈরি করা হয়েছে যার স্ক্রিন টু বডি রেশিও 91.4 শতাংশ। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ভার্টিক‍্যাল শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এক‌ই লাইনে অবস্থিত, তবে ফ্ল‍্যাশ লাইট ও ম‍্যাক্রো সেন্সর মূল সেট‌আপের ডানদিকে দেওয়া হয়েছে। ফোনটি সুরক্ষিত রাখার জন্য ফোনের ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে। 

64 মেগাপিক্সেল ক‍্যামেরা

Redmi Note 8 Pro তে Samsung এর 64 মেগাপিক্সেলের GW1 সেন্সর দেওয়া হয়েছে। GW1 সেন্সর ISOCELL টেকনোলজি ব‍্যবহার করে পিক্সেল টু পিক্সেল ব‍্যারিয়ার তৈরি করে যা পিক্সেলের মাঝের লাইট কম করে কালার রিপ্রোডাকশন কোয়ালিটি উন্নত করে। 64 মেগাপিক্সেলের এই সেন্সর 9248 × 6936 পিক্সেল রেজলিউশনযুক্ত ফোটো আউটপুট দিতে সক্ষম। এছাড়া এই সেন্সরের সাহায্যে প্রতি সেকেন্ডে 480 ফ্রেম স্পীডে স্লোমোশান ভিডিও রেকর্ড করা যায়। 

অ্যান্ড্রয়েড 10 ও স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেটের সঙ্গে OnePlus 7T Pro লঞ্চ, শক্তিশালী এই ফোনের কোনো তুলনা নেই

ফোটোগ্ৰাফির জন্য Redmi Note 8 Pro তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে যা 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক‍্যাপচার করতে সক্ষম। এর সঙ্গে এই সেট‌আপে একটি 2 মেগাপিক্সেলের আল্ট্রা ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। Redmi Note 8 Pro 10x ডিজিটাল জুম সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

ওএস ও প্রসেসর

Redmi Note 8 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেকের নতুন চিপসেট হেলিও জি90টি দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্স কোয়ালিটির জন্য Redmi Note 8 Pro তে মালী জি76 এমসি4 জিপিইউ আছে।এই ফোনের প্রসেসিং আরও স্মুথ করার জন্য এতে “মি টার্বো” অপশন আছে এবং গেমিং পারফরম্যান্স ফাস্ট রাখার জন্য এতে গেম টার্বো 2.0 টেকনিক ব‍্যবহার করা হয়েছে। 

ভারতে লঞ্চ হল Samsung এর সবচেয়ে শক্তিশালী ট‍্যাবলেট Galaxy Tab S6, ফিচার জেনে অবাক হতে হয়

কানেক্টিভিটি ও ব‍্যাটারী

Redmi Note 8 Pro একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। এই ফোনে এআই ব্লাস্টার, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, ডুয়েল সিম, ডুয়েল 4জি, ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 3.5 এম‌এম জ‍্যাক দেওয়া হয়েছে। Redmi Note 8 Pro এর অন‍্যতম বড় বিশেষত্ব হল এই ফোনের Alexa ফিচার, যার সাহায্যে স্মার্ট ডিভাইস এই ফোন ব‍্যবহার করে কন্ট্রোল করা যায়। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 8 Pro তে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিসহ 4,500 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

Redmi Note 8 

Xiaomi ভারতে Redmi Note 8 Pro এর সঙ্গে Redmi Note 8 স্মার্টফোন‌ও লঞ্চ করেছে। এই ফোনে 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 সহ পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 610 জিপিইউ আছে। 

লঞ্চ হল বিশ্বের সবচেয়ে দ্রুত চার্জ হ‌ওয়া স্মার্টফোন Oppo Reno Ace, এতে আছে শক্তিশালী প্রসেসর এবং 12 জিবি র‍্যাম

Redmi Note 8 এও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের আল্ট্রা ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ই ভাবে সেলফির জন্য Redmi Note 8 এ সেলফির জন্য 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here