Nokia 2.2 এর দাম কমল 1,000 টাকা, এখন মাত্র 5,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে এই সুন্দর স্মার্টফোন

Nokia সম্পর্কে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে যে কোম্পানি ব্র‍্যান্ডের নতুন এবং সস্তা স্মার্টফোন Nokia 2.3 লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি, তবে কোম্পানি ভারতে বর্তমানে উপস্থিত Nokia 2.2 এর দাম কমিয়ে দিয়েছে। Nokia এই ফোনটির দাম সরাসরি 1,000 টাকা কমিয়ে দিয়েছে। ইতিমধ্যে এই ফোনটি নতুন দামে অফলাইন রিটেইল স্টোরের সঙ্গে সঙ্গে অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম ফ্লিপকার্টে সেল করা শুরু হয়ে গেছে।

আরও পড়ুন : 64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে ভারতে এল Realme X2 Pro, সমস‍্যায় পড়বে OnePlus

ভারতে Nokia 2.2 ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল করা হয়। ফোনটির 2 জিবি র‍্যাম ও 16 জিবি মেমরি ভেরিয়েন্ট কোম্পানি মাত্র 6,999 টাকা দামে লঞ্চ করেছিল। এক‌ইভাবে ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম মাত্র 7,999 টাকা রাখা হয়েছিল। কিন্তু এবার 1,000 টাকা দাম কমার পর ফোনটির 2 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 5,999 টাকা এবং 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 6,999 টাকার বিনিময়ে কেনা যাবে। Nokia 2.2 ফোনটি টাংস্টেন ব্ল‍্যাক ও স্টীল কালার ভেরিয়েন্টে সেল করা হয়।

ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে Nokia 2.2 ফোনটি ট্রেন্ডের ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির তিনদিক সম্পূর্ণ বেজল লেস হলেও ফোনটির নিচের দিকে হালকা বডি পার্ট দেওয়া হয়েছে এবং এই বডি পার্টে Nokia এর ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেল গ্লসি লুকযুক্ত। Nokia 2.2 এর ব‍্যাক প‍্যানেলে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যা ফোনটির মাঝখানে অবস্থিত। ক‍্যামেরা সেন্সরের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট আছে। ব‍্যাক প‍্যানেলেই নিচের দিকে স্পীকার অবস্থিত। Nokia 2.2 এর ওপরের প‍্যানেলে 3.5 এম‌এম জ‍্যাক দেওয়া হয়েছে এবং নিচের প‍্যানেলে ইউএসবি পোর্ট আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকের প‍্যানেলে গুগল অ্যাসিস্ট‍্যান্ট‌ বাটন আছে।

আরও পড়ুন : Realme এর হিট স্ট্রোক : মাত্র 9,999 টাকা দামে লঞ্চ হল 5,000 এম‌এএইচ ব‍্যাটারী এবং কোয়াড রেয়ার ক‍্যামেরাযুক্ত Realme 5s

স্পেসিফিকেশন

কোম্পানি Nokia 2.2 ফোনটি 19:9 আসপেক্ট রেশিও সঙ্গে পেশ করেছে যা 5.71 ইঞ্চির এইচডি+ এজ টু এজ ডিসপ্লেযুক্ত। নোকিয়ার এই নতুন ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান ওএসের সঙ্গে পেশ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত। প্রসেসিঙের জন্য এই ফোনে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেট দেওয়া হয়েছে| কোম্পানির তরফ থেকে Nokia 2.2 এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে এবং দুটি ভেরিয়েন্টের স্টোরেজ‌ই মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 400 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্ৰাফির জন্য Nokia 2.2 এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের একটি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। নোকিয়ার এই ফোনটি 4জির সঙ্গে সঙ্গে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াইফাই ও ওটিজির মতো কানেক্টিভিটি অপশন সাপোর্ট করে। এই ফোনে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। ফোন আনলকের জন্য এই ফোনে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Nokia 2.2 তে 3,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here