Realme এর হিট স্ট্রোক : মাত্র 9,999 টাকা দামে লঞ্চ হল 5,000 এম‌এএইচ ব‍্যাটারী এবং কোয়াড রেয়ার ক‍্যামেরাযুক্ত Realme 5s

দীর্ঘ প্রতিক্ষার পর Realme গত পরশু ভারতীয় বাজারে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়েছে। কোম্পানির পক্ষ থেকে এক সঙ্গে Realme 5s ও Realme X2 Pro লঞ্চ করা হয়েছে। Realme X2 Pro ফোনটি আগেই আন্তর্জাতিক মঞ্চে পেশ করা হলেও Realme 5s ফোনটি টেক জগতের জন্য একদম নতুন। এই ফোনটি কোম্পানি লো বাজেট সেগমেন্টে লঞ্চ করেছে যা সুন্দর লুকের সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা ও দুর্দান্ত প্রসেসরযুক্ত। Realme 5s মাত্র 9,999 টাকার প্রাথমিক দামে পেশ করা হয়েছে যা আগামী 29 নভেম্বর থেকে ভারতে সেল করা হবে।

আরও পড়ুন : Google এর পছন্দ হয়েছে উইং কমান্ডার অভিনন্দনকে নিয়ে তৈরি গেম, নমিনেট হয়েছে Best Game এর জন্য

লুক ও ডিজাইন

Realme 5s ফোনটি বেজল লেস ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে। ডিসপ্লের তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া বডি পার্ট দেওয়া হয়েছে। ডিসপ্লের ওপরের দিকে “ইউ” শেপের নচ দেওয়া হয়েছে এবং এই নচের মধ্যেই ফোনের ফ্রন্ট ক‍্যামেরা অবস্থিত। ফোনটির ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন আছে। Realme 5s 3ডি ডায়মন্ড কাট ডিজাইনে তৈরি করা হয়েছে।

Realme 5s ও কোম্পানির অন‍্যান‍্য স্মার্টফোনের মতো কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপযুক্ত। এই ক‍্যামেরা সেট‌আপ ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। এই ক‍্যামেরা সেট‌আপে চারটি সেন্সর আছে এবং সেট‌আপের ডানদিকে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই ক‍্যামেরা সেট‌আপে সেট‌আপে প্রথম সেন্সরের নিচে তার মেগাপিক্সেল ক্ষমতাও লেখা আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং ফোনটির নিচের প‍্যানেলে ইউএসবি পোর্ট ও স্পীকার দেওয়া হয়েছে।

আরও পড়ুন : মহারাষ্ট্রে দুর্ঘটনা : আগুন লাগল Xiaomi Redmi Note 7S স্মার্টফোনে

মোট 5টি ক‍্যামেরা সেন্সর

Realme 5s এর ব‍্যাক প‍্যানেলে চারটি ও ফ্রন্ট প‍্যানেলে একটি অর্থাৎ এই ফোনে মোট পাঁচটি ক‍্যামেরা সেন্সর আছে। ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের GM1 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে এফ/2.25 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এক‌ই অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Realme 5s এ 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

স্পেসিফিকেশন

Realme 5s ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 89 শতাংশ এবং এই ফোনটি 720 × 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3+ এর প্রোটেকশন ব‍্যবহার করা হয়েছে। Realme 5s ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 এআইই চিপসেটে রান করে।

আরও পড়ুন : Exclusive : লঞ্চ হল Redmi Note 8 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট, দাম 9,799 টাকা

Realme 5s ফোনটি দুটি ভেরিয়েন্টে মার্কেটে পেশ করা হয়েছে। ফোনটির একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই দুটি ভেরিয়েন্টের স্টোরেজ‌ই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটি একটি 4জি সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়ার সঙ্গে সঙ্গে এতে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 5s এ 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। 

দাম ও সেল

Realme 5s এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কোম্পানি মাত্র 9,999 টাকা দামে লঞ্চ করেছে। এক‌ইভাবে ফোনটির 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট মাত্র 10,999 টাকার বিনিময়ে লঞ্চ করা হয়েছে। আগামী 29 নভেম্বর থেকে Realme 5s শপিং সাইট ফ্লিপকার্ট ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে সেল করা হবে। এই ফোনটি ক্রিস্টাল ব্লু, ক্রিস্টাল রেড ও ক্রিস্টাল পার্পল কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here