নোকিয়া তাদের এইসব ফোনগুলির থাম কমালো, 2,000 টাকা থেকে 13,000 টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে

নোকিয়া অপেক্ষাকৃত দেরি করে অ্যান্ড্রয়েড জগতে পা রাখলেও এই ব্র‍্যান্ডের প্রতি মোবাইল ইউজারদের ভরসা ও বিশ্বাস একে খুব অল্প সময়ের মধ্যেই অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। নোকিয়াও তাদের ফ‍্যানদের কথা মাথায় রেখে একের পর এক দুর্দান্ত বাজেটে অসাধারণ ফিচার ও দারুণ স্পেসিফিকেশন‌ওয়ালা ফোন লঞ্চ করেছে। এবার দীপাবলির অবসরে কোম্পানি ফ‍্যানদের উপহারস্বরূপ বেশ কিছু নোকিয়া স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে। নোকিয়া সাধারণ মানুষদের অবাক করে তাদের স্মার্টফোনের দাম 13,000 টাকা পর্যন্ত কমিয়েছে।

নোকিয়া দীপাবলি উপলক্ষে তাদের বাজেট স্মার্টফোন থেকে শুরু করে ফ্ল‍্যাগশিপ ফোনের দাম কমিয়ে দিয়েছে। এই প্রাইস কাটের লিস্টে সস্তা থেকে দামি সব ধরনের স্মার্টফোন অন্তর্ভুক্ত করা হয়েছে। সবার আগে নোকিয়া 8 সিরোকোর কথা বললে বলতে হয় এই ফোনটি ভারতে 49,999 টাকা দামে ভারতে লঞ্চ করা হয়েছে। কিন্তু এখন দীপাবলির অবসরে কোম্পানি ফোনটির দাম সরাসরি 13,000 টাকা কমানো হয়েছে। এত বড় প্রাইস কাটের পর ফোনটি 36,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

নোকিয়ার মিড রেঞ্জের স্মার্টফোনগুলির মধ্যে নোকিয়া 6.1 এর দামেও আকর্ষণীয় প্রাইস কাট করা হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে নোকিয়া 6.1 এর 4 জিবি ও 3 জিবি র‍্যামের দুটি ভেরিয়েন্ট সেল করা হয়। ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্টটি 2,000 টাকা প্রাইস কাটের মানুষ কেনা যাবে। আগে ফোনটি 15,499 টাকার বিনিময়ে সেল করা হত এখন প্রাইস কাটের পর ফোনটির দাম হয়েছে 13,499 টাকা। এক‌ই ভাবে নোকিয়া 6.1 এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 1,000 টাকা প্রাইস কাটের পর 17,499 টাকার বদলে 16,499 টাকায় সেল করা হয়েছে।

নোকিয়া 5.1 ফোনটি কোম্পানি 14,499 টাকা দামে লঞ্চ করেছিল। দাম কমানোর সময় কোম্পানি এই ফোনটির দামে 1,500 টাকা স্থায়ী ছাড় দেওয়া হবে যার ফলে ফোনটির বর্তমান দাম রাখা হয়েছে 12,999 টাকা। এক‌ই ভাবে 11,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া নোকিয়া 3.1 1,000 টাকা প্রাইস কাটের পর মাত্র 10,999 টাকা দিয়ে কেনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here