এই মাসেই ভারতে লঞ্চ হতে পারে সস্তা Nokia 3.4 স্মার্টফোন, পারবে কি চীনা কোম্পানিকে টেক্কা দিতে?

নোকিয়া গত সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক মার্কেটে তাদের দুটি লো বাজেট স্মার্টফোন Nokia 2.4 ও Nokia 3.4 লঞ্চ করেছিল। এর মধ্যে Nokia 2.4 ফোনটি ইতিমধ্যে ভারতে পেশ করা হয়ে গেছে। এখন খবর পাওয়া গেছে এইচ‌এমডি গ্লোবাল শীঘ্রই ভারতে তাদের Nokia 3.4 ফোনটি লঞ্চের পরিকল্পনা করছে। একটি মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে ডিসেম্বরের মাঝামাঝি ভারতে ফোনটি পেশ করা হবে।

আরও পড়ুন: Exclusive: Samsung এর নতুন স্মার্টফোন Galaxy F62 তে চলছে কাজ, শীঘ্রই ভারতে হবে লঞ্চ

Nokia 3.4 ফোনটি অ্যান্ড্রয়েড 11 আপডেট ও অন‍্যান‍্য আকর্ষণীয় বিচারের সঙ্গে মার্কেটে পেশ করা হয়েছিল। ফোনটির আন্তর্জাতিক লঞ্চের পরপরই কোম্পানির ভারতীয় ওয়েবসাইটে Nokia 3.4 লিস্টেড করে দেওয়া হয়। ওয়েবসাইটে বেশ কিছু দিন লিস্টেড থাকার পর এবার হয়তো শীঘ্রই ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে।

Nokia 3.4 

কোম্পানির পক্ষ থেকে Nokia 3.4 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 720 × 1560 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.39 ইঞ্চির এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড 11 রেডি। নতুন অপারেটিং সিস্টেম মার্কেটে আসা মাত্র Nokia 3.4 অ্যান্ড্রয়েড 11 এর আপডেট পেয়ে যাবে। আন্তর্জাতিক মঞ্চে ফোনটি 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ, 3 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির প্রাথমিক দাম 159 ইউরো অর্থাৎ 13,500 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: মাত্র 14,999 টাকা দামে লঞ্চ হল 6টি ক‍্যামেরা ও 6.85 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল 8GB RAM যুক্ত শক্তিশালী স্মার্টফোন

ফোটোগ্রাফির জন্য Nokia 3.4 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এছাড়াও এতে একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। এতে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ফোনটি Dusk, Fjord ও Charcoal কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here