লিক হল Nokia 5.2 এর লাইভ ইমেজ, চারটি ক‍্যামেরাসহ হতে পারে লঞ্চ

নোকিয়া ব্র‍্যান্ডের স্মার্টফোন প্রস্ততকারী ফিনল্যান্ডের কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল এই মাসে আয়োজিত MWC 2020 ইভেন্টে 23 ফেব্রুয়ারি অংশগ্রহণ করতে চলেছে। কোম্পানির ইভেন্ট বার্সেলোনার স্থানীয় সময় অনুযায়ী বিকেল সাড়ে চারটের সময় (ভারতীয় সময় অনুযায়ী রাত 9টায়) শুরু হবে। আশা করা হচ্ছে কোম্পানি তাদের এই ইভেন্টে, Nokia 8.2 5G, একটি এন্ট্রি লেভেল ফোন ও একটি ফিচার ফোনের সঙ্গে Nokia 5.2 লঞ্চ করতে পারে। এবার অনলাইনে একটি নোকিয়া ফোনের ফোটো পাওয়া গেছে এবং মনে করা হচ্ছে এটিই Nokia 5.2। ফোনটির, ফোটো, স্পেসিফিকেশন এবং দাম জানা গেছে।

আরও পড়ুন: Exclusive: ডিসকন্টিনিউ হল Vivo S1 এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট

Evan Blass (@evleaks) টুইটের মাধ্যমে ফোনটি সম্পর্কে জানিয়েছেন। টুইটে ফোনটির কোড নেম বলা হয়েছে Captain America। এই ফোনটি 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরির সঙ্গে পেশ করা হবে। তবে এখন‌ও পর্যন্ত ফোনটির স্ক্রিন সাইজ এবং ব‍্যাটারী ক্ষমতা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এছাড়া ডিভাইসটির প্রসেসর সম্পর্কেও কোনো তথ্য জানা যায়নি।

টুইটে ফোনটির দাম সম্পর্কেও জানানো হয়েছে। লিকে বলা হয়েছে Nokia 5.2 ফোনটি 180 ডলার (প্রায় 12,000 টাকা) দামে 4 মার্চ পেশ করা হবে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি।

আরও পড়ুন: Exclusive: ফেব্রুয়ারিতেই শুরু হবে Vivo V19 সিরিজের প্রিবুকিং

ডিজাইন

নোকিয়ার এই ফোনটি ওয়াটারড্রপ নচের সঙ্গে মার্কেটে এন্ট্রি নেবে। ফোনটির নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া বেজল থাকবে। এছাড়া এই ফোনে তিনটি নেভিগেশন বাটন থাকবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে সার্কুলার রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এতে একদম মাঝখানে পিল শেপের এল‌ইডি ফ্ল‍্যাশ থাকবে এবং তার চারদিকে চারটি ক‍্যামেরা সেন্সর অবস্থিত হবে। ক‍্যামেরা সেট‌আপের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফোনটির ব‍্যাক প‍্যানেল প্লাস্টিক কার্ভড ডিজাইনে তৈরি।

এছাড়া কোম্পানি এই MWC 2020 তে তাদের ইভেন্টে Nokia 400 4G ফিচার ফোনটি 4জি কানেক্টিভিটির সঙ্গে পেশ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য জানানো হয়নি তবে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি গ্লোবাল মার্কেটে পা রাখবে। ভারতীয় ইউজারদের জন্য ভালো খবর হল Nokia 400 4G ফোনটি ভারতেও লঞ্চ করা হবে। Nokia 400 4G আসলে একটি 4জি কানেক্টিভিটি ফিচারযুক্ত ফিচার ফোন হবে যা অত্যন্ত কম দামে কোম্পানির পক্ষ থেকে সেল করা হবে।

সোর্স

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here