Exclusive: ডিসকন্টিনিউ হল Vivo S1 এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট

টেক কোম্পানি Vivo গত বছর অর্থাৎ 2019 সালের আগস্ট মাসে ভারতে তাদের Vivo S1 ফোনটি লঞ্চ করেছিল। তখন এই ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি, 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিযুক্ত তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। কিন্তু আমরা আমাদের রিটেইল সোর্স থেকে এক্সক্লুসিভ জানতে পেরেছি। কোম্পানি তাদের 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টটি ডিসকন্টিনিউ করে দিয়েছে। কিছু দিন আগে আবার এই ফোনটির দাম কমানোও হয়েছিল।

আরও পড়ুন: সুখবর: দাম কমে গেল 48 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরাযুক্ত Moto G8 Plus এর, জেনে নিন নতুন দাম

যতদিন বিভিন্ন স্টোরে স্টক থাকবে ততদিন Vivo S1 এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট সেল করা হবে। এরপর মার্কেটে Vivo S1 এর 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট যথাক্রমে 16,990 টাকা এবং 18,990 টাকা দামে সেল করা হবে।

Vivo S1 স্পেসিফিকেশন

এই ফোনে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে। লঞ্চের সময় এই ফোনটি বিশ্বের প্রথম ফোন ছিল যা মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে এবং এই ফোনে 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Motorola এর পর এবার Nokia ও পেশ করবে মুড়ে যাওয়া স্মার্টফোন

ফোটোগ্ৰাফির জন্য Vivo S1এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হয়েছে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ডুয়েল সিমের সঙ্গে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, ইউএসবি ওটিজি ও জিপিএস আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানি এতে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এই ফোনটি কালার ওএসে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here