Exclusive: ফেব্রুয়ারিতেই শুরু হবে Vivo V19 সিরিজের প্রিবুকিং

কিছু দিন আগে টেক কোম্পানি Vivo এর পক্ষ থেকে তাদের Vivo V19 এবং Vivo V19 Pro স্মার্টফোন লঞ্চের কথা জানা গিয়েছিল। আমরা জানিয়েছিলাম IPL T20 টুর্নামেন্টের ঠিক আগে এই ফোনগুলি বাজারে পেশ করা হবে। এবার আমরা জানতে পেরেছি এই মাসের শেষ থেকেই ভারতে Vivo V19 সিরিজ প্রিবুকিঙের জন্য পেশ করে দেওয়া হবে।

আরও পড়ুন: Motorola এর পর এবার Nokia ও পেশ করবে মুড়ে যাওয়া স্মার্টফোন

রিপোর্ট অনুযায়ী Vivo V19 সিরিজ 20,000 টাকা থেকে 30,000 টাকার মধ‍্যবর্তী রেঞ্জের প্রাথমিক দামে লঞ্চ করা হতে পারে। আশা করা হচ্ছে কোম্পানি তাদের Vivo V19 সিরিজটি অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে সেল করবে।

জানিয়ে রাখি Vivo কোম্পানি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অর্থাৎ IPL এর মুখ‍্য প্রযোজক এবং আগামী IPL মার্চ মাসের 23 তারিখ থেকে শুরু হবে। তবে এই মুহূর্তে দাঁঁড়িয়ে Vivo V19 এবং Vivo V19 Pro এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। কিন্তু এটুকু স্পষ্ট বলা যেতে পারে Vivo V19 সিরিজের স্পেসিফিকেশন Vivo V17 সিরিজের চেয়ে আপগ্ৰেডেড হবে।

আরও পড়ুন: iPhone ইউজারদের জন্য Vodafone Idea বন্ধ করে দিল প্ল‍্যান, সমস‍্যার মুখে বহু উপভোক্তা

Vivo V17 Pro

কোম্পানির পক্ষ থেকে Vivo V17 Pro ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। Vivo V17 Pro ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে এবং এটি সুরক্ষিত রাখার জন্য কর্নিং গোরিলা গ্লাস 6 ব‍্যবহার করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএস 9.1 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo V17 Pro এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 48 মেগাপিক্সেলের। এর সঙ্গে 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, 8 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের সেন্সর যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য দুটি সেন্সর পপ আপ মেকানিজমে অবস্থিত। এর মধ্যে প্রাইমারি সেলফি ক‍্যামেরা সেন্সরটি এফ/2.0 আ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের। এক‌ইভাবে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেলফি ক‍্যামেরা সেন্সর আছে।

আরও পড়ুন: লঞ্চ হতে চলেছে Moto G8 এবং Moto G8 Power, 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড ক‍্যামেরার সঙ্গে জানা গেল স্পেসিফিকেশন

এটি একটি 4জি সাপোর্টেড ডুয়েল সিম ফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo V17 Pro তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,100 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। Vivo V17 Pro ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে 27,990 টাকা দামে গ্লেশিয়ার আইস ও মিডনাইট অশিয়ান কালার ভেরিয়েন্টে সেল করা হয়।

Vivo V17

Vivo V17 ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.44 ইঞ্চির ফুল এইচডি+ ই3 সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে আছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হয়েছে। Vivo V17 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএস 9.2 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 এআইই চিপসেটে রান করে।

আরও পড়ুন: Exclusive: মার্চ মাসে ভারতে আসবে iQOO ব্র‍্যান্ড, এটি হবে Vivo এর চেয়ে একদম আলাদা

ফোটোগ্ৰাফির জন্য Vivo V17 এর ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 আ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে এফ/2.2 আ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 আ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo V17 এ এফ/2.45 আ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

Vivo V17 ফোনটি একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ভারতে এই ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে। Vivo V17 ফোনটি মিডনাইট অশিয়ান ও গ্লেসিয়ার আইস কালার ভেরিয়েন্টে 22,990 টাকা দামে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here