নোকিয়ার মালিকানা রাখা টেক কোম্পানি এইচএমসি গ্লোবাল মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2018-এর মঞ্চে তাদের বেশ কিছু নতুন স্মার্টফোন পেশ করল। লিস্টে আছে গত বছর লঞ্চ করা নোকিয়া 6-এর আপডেট ভার্সন নিউ নোকিয়া 6। এখন কোম্পানির লো বাজেট স্মার্টফোন নোকিয়া 5-এরও আপডেট ভার্সনের জন্য অপেক্ষা করা হচ্ছিল। এইচএমডি গ্লোবালের চিফ প্রোডাক্ট অফিসার জানিয়েছেন আগামী দিনে বাজারে নোকিয়া 5 (2018) দেখা যাবে।
আসলে সোশাল মিডিয়ায় এক ব্যাক্তি এইচএমসি গ্লোবালের চিফ প্রোডাক্ট অফিসার জুহো সারবিক্সকে জিজ্ঞাসা করে যে কোম্পানি নোকিয়া 5 (2018) সম্পর্কে কি ভাবছে। এই টুইটের উত্তরে জুহো লেখেন “স্টে টিউনড”। জুহোর এই উত্তরের পর টেক জগতে চর্চা শুরু হয়ে গেছে যে কোম্পানি ফোনটির ওপর কাজ করছে এবং খুব তাড়াতাড়ি ফোনটি আন্তর্জাতিক বাজারে লঞ্চ হবে। কয়েক দিন আগে জুহো নোকিয়া 7 প্লাসের দুটি সিমেই 4জি ভোলটিই সাপোর্টের কথা বলেছিলেন।
Nokia 5 2018 please Sir?
— Jay… (@Jason_Sleek) May 3, 2018
নোকিয়া 5 ফোনটি মেটাল বডি ফ্রেম দিয়ে যানানো। এতে 1280×720 পিক্সেল রেজলিউশনযুক্ত 5.2 ইঞ্চির পোলরাইজড এইচডি ডিসপ্লে আছে যা 2.5ডি গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। এতে অ্যান্ড্রয়েড 7.1.1 নোগাট ভার্সন এবং 1.4 গিগাহার্টসের কর্টিক্স এ53 কোয়ালকম স্ন্যাপড্রাগন 430 চিপসেট আছে। ভারতে ফোনটির 2 জিবি ও 3 জিবির দুটি মডেল পাওয়া যায়। দুটি মডেলেই 16 জিবি ইন্টারনাল মেমরি ও 128 জিবি মাইক্রেএসডি কার্ড সাপোর্ট করে।
হোটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে ডুয়াল টোন ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক্যামেরা আছে। 4জি ভোলটিইর সঙ্গে ডুয়েল সিম সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এতে এনএফসি এবং ইউএসবি ওটিজি আছে।পখোয়খর ব্যাকআপের জন্য আছে 3,000 এমএএইচ ব্যাটারী। নোকিয়া 5-এর 2 জিবি র্যাম মডেলটির দাম 12,499 টাকা এবং 3 জিবি র্যাম মডেলটির দাম 13,499 টাকা।