সম্প্রতি POCO তাদের নতুন X7 সিরিজ ভারত সহ গ্লোবাল বাজারে লঞ্চ সম্পর্কে জানিয়েছিল। আগামী 9 জানুয়ারি আপকামিং সিরিজ বিকেল 5:30টা IST POCO X6 মিডরেঞ্জ সিরিজের সাক্সেসার হিসেবে পেশ করা হবে। এই সিরিজের অধীনে POCO X7 এবং POCO X7 Pro 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফোন দুটির ডিজাইন শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনগুলির ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
আরও পড়ুন: গীকবেঞ্চে লিস্টেড হল POCO X7 Neo ফোনের ভারতীয় ভেরিয়েন্ট, জেনে নিন বিস্তারিত
POCO X7 এবং POCO X7 Pro এর ডিজাইন
- অফিসিয়াল ইমেজ অনুযায়ী POCO X7 Pro ফোনটি ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ সহ একটি ভার্টিক্যাল আয়তকার মডিউলে পেশ করা হবে। অন্যদিকে POCO X7 ফোনে তিনটি ক্যামেরা সহ একটি সার্কেল রেয়ার ক্যামেরা আইল্যান্ড থাকবে।
- POCO X7 ফোনের স্কয়ার মডিউলে একটি ক্যামেরা লেন্স, কাটআউটের মধ্যে একটিতে ফ্ল্যাশলাইট রয়েছে। অন্যদিকে X7 Pro ফোনে মডিউলের বাইরে ফ্ল্যাশ লেন্স দেওয়া হয়েছে।
- POCO পক্ষ থেকে জারি করা ইমেজ অনুযায়ী ফোনটি সিগনেচার ইয়েলো কালার (ব্ল্যাক অ্যাকসেন্ট) দেখা গেছে। Poco X7 Pro ফোনটির ব্ল্যাক এবং ইয়েলো ছাড়া সম্পূর্ণ ব্ল্যাক এবং গ্রিন কালার অপশনে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। Poco X7 ফোনটি সিলভার এবং গ্রিন কালার অপশনে পেশ করা হতে পারে।
- প্রো মডেলে ফ্ল্যাট এজ এবং ভ্যানিলা মডেলে রাউন্ড এজ রয়েছে। তাই প্রো মডেল ফ্ল্যাট স্ক্রিন এবং POCO X7 ফোনের মাঝখানে কিছুটা কার্ভ প্যানেল দেওয়া হয়েছে।
- ফোনদুটির ফ্রন্ট প্যানেলের সেন্টারে পাঞ্চ-হোল ডিজাইন দেওয়া হয়েছে।
POCO X7 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
All set to Xperience the Xtraordinary? 😈
The #POCOX7Pro5G is powered to #XceedAllLimits
Launching on 9th Jan | 5:30 PM IST on #Flipkart pic.twitter.com/UuP5rPyLGc
— POCO India (@IndiaPOCO) December 30, 2024
- চিপসেট: POCO X7 Pro ফোনে শক্তিশালী Dimensity 8400 Ultra চিপসেট দেওয়া হতে পারে। তবে X7 ফোনে Dimensity 7300 Ultra চিপসেট থাকতে পারে।
- ব্যাটারি: POCO X7 Pro ফোনটি 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে X7 ফোনে 45W চার্জিং সাপোর্টেড 5,110mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।
POCO X7 সিরিজের সম্ভাব্য দাম
জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে জানুয়ারি মাসে POCO X6 সিরিজ লঞ্চ করা হয়েছিল। ভারতে এই ফোনের দাম 21,999 টাকা থেকে শুরু হয়েছিল। তাই POCO X7 সিরিজের দামও একইরকম রাখা হবে বলে মনে করা হচ্ছে।