সস্তা হয়ে গেল Nokia 6.2 স্মার্টফোন, জেনে নিন নতুন দাম

Nokia ব্র‍্যান্ডের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি HMD Global গত মাসে ভারতে তাদের Nokia 6.2 স্মার্টফোন লঞ্চ করেছিল। তবে এই ফোনটি প্রথমবার IFA 2019 এ দেখানো হয়েছিল। এই ফোনটি লঞ্চের একমাসের মধ্যেই ফোনটির দাম কমিয়ে দেওয়া হয়েছিল। Nokia 6.2 এর প্রাইস কাটের পর খুব কম দামে কেনা যাচ্ছিল। 

আরও পড়ুন : ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হল Nokia এর 55 ইঞ্চির 4K স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে এতে থাকবে JBL সাউন্ড সিস্টেম

বর্তমানে Nokia 6.2 এর দাম আবারও প্রাইস কাট করা হয়েছে। ই-কমার্স ওয়েবসাইট আমাজন ইন্ডিয়াতে ফোনটির দাম 1,674 টাকা কমানো হয়েছে। এই প্রাইস কাটের পর ফোনটি মাত্র 14,325 টাকার বিনিময়ে কেনা যাবে। কোম্পানি ফোনটি 15,999 টাকা দামে লঞ্চ করেছিল। বর্তমানে ফোনটি কেনার সময় বেশ কিছু অফার‌ও দেওয়া হচ্ছে, যেখানে 7,450 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।

স্পেসিফিকেশন

Nokia 6.2 ফোনটিতে 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট ও রেয়ার উভয় প‍্যানেলে কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন আছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 636 চিপসেটে রান করে।

আরও পড়ুন : Samsung Galaxy A01 এ থাকবে ডুয়েল রেয়ার ক‍্যামেরা এবং অ্যান্ড্রয়েড 10 ওএস, দাম হতে পারে 7,000 টাকার কাছাকাছি

এই ফোনে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি আছে। Nokia 6.2 এর স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান যুক্ত অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Nokia 6.2 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।  Nokia 6.2 ফোনটিতে এক‌ই সঙ্গে দুটি সিম কার্ড ও একটি মেমরি কার্ড ব্যবহার করা যায়। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Nokia 6.2 তে 3,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here