Samsung Galaxy A01 এ থাকবে ডুয়েল রেয়ার ক‍্যামেরা এবং অ্যান্ড্রয়েড 10 ওএস, দাম হতে পারে 7,000 টাকার কাছাকাছি

আমরা সেপ্টেম্বর মাসের শেষের দিকে একটি রিপোর্টে Samsung এর একটি সস্তা স্মার্টফোনের উল্লেখ করেছিলাম। আমরা জানিয়েছিলাম যে কোম্পানি একটি সস্তা স্মার্টফোনে কাজ করছে এবং এই ফোনটি Samsung Galaxy A5 নামে ভারতীয় বাজারে লঞ্চ করা হতে পারে। আমাদের রিপোর্টে ফোনটির মডেল নাম্বার বলা হয়েছিল SM-A015F। আজ প্রায় দেড় মাস পর এই ফোনটি আরও একবার সমালোচনায় উঠে এসেছে। Samsung এর এই আগামী স্মার্টফোনটি আমেরিকার ওয়েবসাইট এফসিসিতে লিস্টেড করা হয়েছে, যার ফলে আরও একবার ফোনটির লঞ্চ সম্পর্কে আশা আরও বেড়ে গেছে।

আরও পড়ুন : Exclusive : Vivo Y19 এর 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে 13,990 টাকা

স‍্যামমোবাইল জানিয়েছে যে এফসিসিতে Samsung এর আগামী স্মার্টফোন লিস্টেড করা হয়েছে। সেপ্টেম্বরে ফোনটির নাম Samsung Galaxy A5 বলা হলেও নতুন সার্টিফিকেশনের পর শোনা যাচ্ছে যে কোম্পানি এই ফোনটি Samsung Galaxy A01 নামে লঞ্চ করতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হল এফসিসিতেও ফোনটি SM-A015F মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে।

Samsung Galaxy A01

এখনও পর্যন্ত পাওয়া তথ্য এবং এফসিসির লিস্টিং অনুযায়ী এই ফোনটি 5.7 ইঞ্চির বেজল লেস ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এতে “ইউ” অথবা “ভি” শেপের নচ দেখা যেতে পারে। Samsung Galaxy A01 ফোনটিতে 2 জিবি র‍্যাম দেওয়া হতে পারে এবং এর সঙ্গে এতে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে মনে করা হচ্ছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হতে পারে।

আরও পড়ুন : TikTok ভিডিওতে মেয়ের ফোটো ব‍্যবহার করে গ্ৰেফতার উত্তরপ্রদেশের যুবক, জেনে নিন পুরো ঘটনা

জানা গেছে যে Samsung Galaxy A01 ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন ওএস অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হবে এবং এটি কোম্পানির ওয়ান ইউআইতে কাজ করবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। শোনা যাচ্ছে Samsung Galaxy A01 ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও রেড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। 

আমাদের সোর্স থেকে জানতে পেরেছি Samsung Galaxy A5 অর্থাৎ Samsung Galaxy A01 ফোনটি কোম্পানি লো বাজেট সেগমেন্টে লঞ্চ করবে যার দাম 7,000 টাকার থেকেও কম হতে পারে। এফসিসির লিস্টিং সামনে চলে আসায় আরও একবার এই ফোনটি সমালোচনার শীর্ষে উঠে এসেছে। এখন শুধু দেখার কোম্পানি কত দিনে এই স্মার্টফোনটি টেক মঞ্চে পেশ করে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই ফোনটি Samsung কোম্পানির হলেও ফোনটি প্রস্তুত করছে চীনের কোম্পানি Huaqin Telecom।

আরও পড়ুন : Jio এর 555 টাকা, Airtel এর 558 টাকা এবং Vodafone এর 569 টাকার প্ল‍্যান, জেনে নিন কোনটি কতটা লাভজনক

Samsung Galaxy A51

Samsung এর গ‍্যালাক্সি এ সিরিজের আগামী স্মার্টফোন Galaxy A51 সম্পর্কে এখনও পর্যন্ত প্রকাশ পাওয়া লিক অনুযায়ী এই ফোনটি 6.5 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যেতে পারে। শোনা যাচ্ছে এই ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হবে এবং ওয়ান ইউআই 2.0 যুক্ত হবে। প্রসেসিঙের জন্য এতে কোম্পানির নিজস্ব এক্সিনস 9611 চিপসেট দেওয়া হতে পারে।

Samsung Galaxy A51 এর ব‍্যাক প‍্যানেলে দেওয়া রেয়ার ক‍্যামেরা সেট‌আপে প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 48 মেগাপিক্সেলের হতে পারে। এর সঙ্গে ফোনের ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনে 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা থাকবে। Samsung Galaxy A51 ফোনটি 4,000 এম‌এএইচের ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here