ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হল Nokia এর 55 ইঞ্চির 4K স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে এতে থাকবে JBL সাউন্ড সিস্টেম

গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে ভারত বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন মার্কেটগুলির মধ্যে একটি। গোটা বিশ্বের টেক কোম্পানি এখন ভারতে তাদের ভবিষ্যৎ আরও শক্ত করার জন্য প্রোডাক্ট লঞ্চ করছে এবং করার প্ল‍্যান করছে। স্মার্টফোনের ক্ষেত্রে নিজের নাম গড়ে নেওয়ার পর এবার দেশে স্মার্ট টিভির চাহিদাও হুহু করে বাড়ছে। বর্তমানে ভারতে একদিকে যেমন Samsung ও LG এর ফ্ল‍্যাগশিপ স্মার্ট টিভি আছে আবার তেমনই আছে Xiaomi এর বাজেট স্মার্ট টেলিভিশন। কিছু দিন আগে আবার OnePlus ও Motorola দেশে তাদের স্মার্ট টিভি লঞ্চ করেছে। এবার এই লিস্টে টেক কোম্পানি Nokia ও নাম লেখাতে চলেছে। কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে তাদের স্মার্ট টিভি লঞ্চ করতে চলেছে এবং ইতিমধ্যে দেশের সার্টিফিকেশন সাইটে এই স্মার্ট টিভি লিস্টেড হয়ে গেছে।

আরও পড়ুন : হোটেল অথবা চেঞ্জিং রুমে লুকানো ক‍্যামেরা এবং মাইক মোবাইল ফোনের সাহায্যে কিভাবে খুঁজে বের করবেন?

Nokia স্মার্ট টিভি সম্পর্কে গত সপ্তাহেই জানা গেছিল। কোম্পানি এই স্মার্ট টিভি লঞ্চের জন্য ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টের সঙ্গে হাত মিলিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই টিভি সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি, তবে ভারতের সার্টিফিকেশন সাইট ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ড অর্থাৎ BIS এ এই টিভি লিস্টেড হয়ে গেছে। BIS এ এই টিভি 55CAUHDN মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে এবং এখানে টিভিটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের কথাও জানা গেছে।

সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে

BIS এর লিস্টিং থেকে জানা গেছে যে Nokia এর এই আগামী স্মার্টফোন 55 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে মার্কেটে লঞ্চ করা হবে। তবে Nokia স্মার্ট টিভি একাধিক মাপে লঞ্চ করা হতে পারে এই কথাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। আবার ফ্লিপকার্টের সঙ্গে পার্টনারশিপ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই টিভি ফ্লিপকার্টেই এক্সক্লুসিভ সেল করা হবে।

আরও পড়ুন : Exclusive : Vivo Y19 এর 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে 13,990 টাকা

Nokia স্মার্ট টিভি

Nokia কোম্পানির এই প্রথম স্মার্ট টিভি সম্পর্কে এখনও পর্যন্ত পাওয়া লিক থেকে জানা গেছে যে এই টিভিটি 55 ইঞ্চি সাইজে লঞ্চ করা হবে। জানা গেছে এই টিভি 4K আল্ট্রা এইচডি প‍্যানেলে তৈরি হবে যা অসাধারণ ভিজুয়াল কোয়ালিটি দিতে সক্ষম। Nokia স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত হবে। লিক থেকে জানা গেছে এই টিভিতে ইন্টেলিজেন্ট ডিমিং টেকনোলজি ব‍্যবহার করা হবে এবং এতে জেবিএলের সাউন্ড সিস্টেম দেওয়া হবে।

Realme ও আনতে চলেছে স্মার্ট টিভি

ইন্ডাস্ট্রি সোর্স থেকে আমরা জানতে পেরেছি টেক কোম্পানি Realme ও তাদের স্মার্ট টিভি নিয়ে কাজ করছে এবং এই বছরের শেষের দিকে কোম্পানি তাদের প্রথম স্মার্ট টিভি ভারতীয় মার্কেটে লঞ্চ করার পরিকল্পনা করছে। আশা করা হচ্ছে  Realme স্মার্ট টিভিও বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে, যা গ্ৰাহকদের জন্য অ্যাফোর্ডেবল হবে। তবে এত কিছুর পর খুব পরিস্কার ভাবে বোঝা যাচ্ছে Nokia এবং Realme স্মার্ট টিভি মার্কেটে এলে Xiaomi কে যথেষ্ট মোকাবিলার মুখোমুখি হতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here