গত মাসে নোকিয়া কোম্পানির মালিক কোম্পানি এইচএমডি গ্লোবাল ভারতীয় বাজারে দুটি নতুন স্মার্টফোন নোকিয়া 6.1 প্লাস ও নোকিয়া 5.1 প্লাস লঞ্চ করেছে। এর সঙ্গে কোম্পানি এই ফোনদুটির আন্তর্জাতিক সেল সম্পর্কেও ঘোষণা করেছে। তবে ফোনদুটির লঞ্চের কিছু দিনের পর থেকেই কোম্পানির আরেকটি ফোন সম্পর্কে শোনা যাচ্ছিল। কিছু লিকে নোকিয়া 7.1 প্লাসের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে এবং এও বলা হয়েছে ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে। ফোনটির ফোটো ও স্পেসিফিকেশন সম্পর্কে কিছু তথ্য জানা গেছিল কিন্তু এখন এই ফোনটি চীনা সার্টিফিকেশন সাইট টেনাতে লিস্টেড করে দেওয়া হয়েছে। এখান থেকে ফোনটি সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে।
এই খবর সবার আগে এক্সডিএ ডেভলপার্স প্রকাশিত করেছিল। টেনাতে এই নোকিয়ার এই ফোনটি টিএ-1131 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে এবং এখানে ফোনটির স্পেসিফিকেশনের সঙ্গে এর ফোটোও দেওয়া আছে। স্পেসিফিকেশন দেখে বোঝা যায় এটি একটি মধ্য রেঞ্জের স্মার্টফোন। কয়েক দিন আগে কোম্পানি টুইট করে জানিয়েছে আগামী 4ঠা অক্টোবর তারা একটি ফোন লঞ্চ করতে চলেছে তাই মনে করা হচ্ছে ওইদিন নোকিয়া 7.1 প্লাস ফোনটি লঞ্চ করা হবে।
নোকিয়া 7.1 প্লাসে 6.18 ইঞ্চির বড় স্ক্রিন দেখা যেতে পারে। ফোনটির স্ক্রিন রেজলিউশন ফুল এইচডি+ (2246 × 1080 পিক্সেল) এবং 19:9 আসপেক্ট রেশিওযুক্ত আইপিএস এলসিডি ডিসপ্লের ব্যবহার করা হবে। স্ক্রিনে নচ স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে।
এই ফোনটির ডায়মেনশন 154.8 × 75.76 × 7.97 এবং এর ওজন 185 গ্ৰাম। এই ফোনটি আপাতত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওয় কাজ করে এবং এতে অ্যান্ড্রয়েড ওয়ান ইন্টিগ্ৰেশন থাকায় অ্যান্ড্রয়েড 9 পাইতে আপডেট করে নেওয়া যাবে।
প্রসেসিঙের ব্যাপারে কোম্পানি আপাতত ক্লক স্পীডযুক্ত প্রসেসরের কথা বলেছে। লিস্টে ফোনটিতে 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের কথা বলা হয়েছে। আপাতত মনে করা হচ্ছে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 চিপসেট দেওয়া হতে পারে। ফোনটির র্যামের কথা স্পষ্ট বলা হয়েছে। ফোনে 4 জিবি ও 6 জিবি র্যাম দেওয়া হবে এবং 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হবে। এর সঙ্গে এতে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,400 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে। ফোটোয় ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে। লিস্টে বলা হয়েছে নোকিয়া 7.1 প্লাসে একটি ক্যামেরা সেন্সর 12 মেগাপিক্সেলের ও অপরটি 13 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে। এর সঙ্গে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে।
বাজেটের দিক থেকে মনে করা হচ্ছে ফোনটি কোম্পানি 25,000 টাকা দামে লঞ্চ করবে। ফোনটি নোকিয়া 7 প্লাসের আপগ্ৰেডেড সংস্করণ মনে করা হচ্ছে।