4,000 টাকা সস্তা হলো Nokia 8.1, Nokia 8110 4G ফোন পাওয়া যাবে মাত্র 2,999 টাকার বিনিময়ে

গত বছর Nokia ভারতে নচ ডিসপ্লের সঙ্গে Nokia 8.1 লঞ্চ করেছিল। এই স্মার্টফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টে সেল করা হয়। কোম্পানির পক্ষ থেকে Nokia 8.1 এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 19,999 টাকা দামে লঞ্চ করা হয় এবং 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 22,999 টাকা রাখা হয়। Nokia এর তরফ থেকে এই ফোনদুটির দাম আগে একবার কম করা হয়েছিল। আরও একবার কোম্পানি এই ফোনের দাম কমিয়েছে।

কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেল 1 লক্ষ 20 হাজার Realme 5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Nokia এর পক্ষ থেকে Nokia 8.1 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম কমানো হয়েছে। আগের প্রাইস কাটের পর ফোনটি 19,999 টাকা দামে সেল করা হচ্ছিল। এবার কোম্পানি ফোনটির দাম সরাসরি 4,000 টাকা কমিয়ে দিয়েছে। এই নতুন প্রাইস কাটের পর Nokia 8.1 এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট মাত্র 15,999 টাকার বিনিময়ে কেনা যাবে। তবে তথ্য অনুযায়ী এই প্রাইস কাট শুধুমাত্র অফলাইন প্ল‍্যাটফর্মের জন্য করা হয়েছে। অর্থাৎ অনলাইন শপিং সাইটে নয়, কেবলমাত্র রিটেইল স্টোরেই ফোনটি 15,999 টাকা দামে বেচা হবে।

Nokia 8.1 এর সঙ্গে কোম্পানি Nokia 8110 4G ফিচার ফোনের দাম‌ও কমিয়েছে। কোম্পানি তাদের এই 4জি ফিচার ফোন 4,999 টাকা দামে লঞ্চ করেছিল। এবার প্রাইস কাটের পর Nokia 8110 4G ফিচার ফোন মাত্র 2,999 টাকা দামে কেনা যাবে। অর্থাৎ কোম্পানির পক্ষ থেকে এই ফিচার ফোনের দাম সরাসরি 2,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে Nokia 8110 4G ফিচার ফোনের দামে করা প্রাইস কাট‌ও শুধুমাত্র অফলাইন প্ল‍্যাটফর্মের জন্য করা হয়েছে।

4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 3 জিবি র‍্যাম ও ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Samsung Galaxy A10s, দাম মাত্র 9,499 টাকা থেকে শুরু

Nokia 8.1
কোম্পানির পক্ষ থেকে Nokia 8.1 ফোনটি 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে যার ওপর দিকে নচ আছে। এই ফোনে 2246 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.18 ইঞ্চির টিএফটি স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য Nokia 8.1 এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ক‍্যামেরা কার্ল জেসিস লেন্সের সঙ্গে দারুণ ফোটোগ্ৰাফি করতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটির ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

লঞ্চের আগেই সলমন খানের হাতে দেখা গেল Vivo V17 Pro, দেখুন ফোনটির লুক

Nokia 8.1 একটি ডুয়েল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এই ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Nokia 8.1 এ ফাস্ট চার্জিংযুক্ত 3,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি ব্লু সিলভার, স্টীল কপার এবং আয়রন স্টীল কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here