4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 3 জিবি র‍্যাম ও ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Samsung Galaxy A10s, দাম মাত্র 9,499 টাকা থেকে শুরু

কিছু দিন আগে Samsung আন্তর্জাতিক মঞ্চে তাদের “Galaxy A” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Galaxy A10s লঞ্চ করেছিল। এই ফোনটি আসলে Samsung Galaxy A10 এরই আরেকটি ভার্সন যা ডুয়েল ক‍্যামেরা ও শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানির ভারতীয় ফ‍্যানদের কথা মাথায় রেখে এই ফোনটি ভারতেও লঞ্চ করে দেওয়া হয়েছে। Samsung Galaxy A10s এর প্রাথমিক দাম রাখা হয়েছে 9,499 টাকা এবং এই ফোনটি গতকাল অর্থাৎ 28 আগস্ট থেকে অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে সেল করা শুরু হয়ে গেছে।

Vodafone আবার নিয়ে এলো 20 টাকা দামের সুন্দর প্ল‍্যান, পাওয়া যাবে এইসব সার্ভিস

ডিজাইন
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A10s ইনফিনিটি ভি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপর দিকে ছোট “ভি” শেপের নচ দেওয়া হয়েছে। ফোনটির নিচের দিকে চ‌ওড়া চিন পার্ট আছে। Samsung Galaxy A10s এর ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিক ঘেঁষে ভার্টিক‍্যাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট অরস্থিত। Samsung Galaxy A10s এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন এবং বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন অবস্থিত। এক‌ই ভাবে ফোনটির নিচের প‍্যানেলে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাকের সঙ্গে ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে।

স্পেসিফিকেশন
Samsung Galaxy A10s এ 6.2 ইঞ্চির এইচডি+ টিএফটি ইনফিনিটি ভি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে কোম্পানি 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর যোগ করেছে। ভারতে এই ফোনটি দুটি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে যা 2 জিবি ও 3 জিবি র‍্যামযুক্ত। দুটি ভেরিয়েন্টেই 32 জিবি মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে।

48 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে Samsung Galaxy M30s আগামী মাসে হতে পারে লঞ্চ

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A10s এ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং এর সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। ভিডিও কল ও সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে 4জি এলটিই, ডুয়েল সিম স্লট, ব্লুটুথ, ওয়াইফাই ও জিপিএস আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A10s এ 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি ব্লু, গ্ৰীন ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

দাম
Samsung Galaxy A10s এর 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট ভারতে 9,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 10,499 টাকা রাখা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here