বাজার মাতাবে Nokia, লিক হল সস্তা ফোন C2 এর স্পেসিফিকেশন

Nokia ব্র‍্যান্ডের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি HMD Global খুব তাড়াতাড়ি Nokia C সিরিজের একটি নতুন স্মার্টফোন মার্কেটে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে কোম্পানি তাদের Nokia C1 এর আপগ্ৰেডেড ভার্সন Nokia C2 মার্কেটে লঞ্চ করবে। কোম্পানি গত বছর অর্থাৎ 2019 সালের ডিসেম্বর মাসে Nokia C1 ফোনটি লঞ্চ করেছিল। 

আরও পড়ুন: দাম কমল 5000 এম‌এএইচ ব‍্যাটারী, 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিযুক্ত OPPO A9 2020 এর, জেনে নিন নতুন দাম

আসলে লঞ্চ করা Nokia C1 ফোনটি পুরোনো ফিচার ফোনের স্মার্ট ভার্সন। মনে করিয়ে দিই কোম্পানি 2010 সালে তাদের Nokia C1-01 ফোনটি লঞ্চ করেছিল। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Nokia C2 এর কোনো তথ্য জানা যায়নি। কিন্তু আশা করা হচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি এই ফোনটি মার্কেটে পেশ করবে। 

রিপোর্ট অনুযায়ী Nokia C2 ফোনটিতে 4জি ফিচার ও ইউনিসক প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনে ডুয়েল সিম কার্ড স্লট দেওয়া হতে পারে। এই ফোনটির মডেল নাম্বার হবে TA-1204। লুকের দিক থেকে Nokia C2 ফোনটিকে আপগ্ৰেড করা হতে পারে। Nokia C1 ফোনটি কোম্পানির পক্ষ থেকে প্রায় 4হাজার টাকার বাজেটে পেশ করা হয়েছিল। আশা করা হচ্ছে Nokia C2 ফোনটিও এই বাজেট ক‍্যাটাগরিতেই লঞ্চ করা হবে। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংকেত দিলেন সোশ্যাল মিডিয়া ছাড়ার

প্রসঙ্গত জানিয়ে রাখি Nokia C2 ফোনটি কোম্পানির পক্ষ থেকে MWC 2020 এর মঞ্চে পেশ করা হবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে এই ইভেন্টটি আপাতত স্থগিত রাখা হয়েছে। বার্সেলোনায় আয়োজিত এই আন্তর্জাতিক অনুষ্ঠানে কোম্পানির Nokia 8.2 5G, Nokia 5.2 ও Nokia 1.3 ফোনগুলিও লঞ্চ হ‌ওয়ার সম্ভাবনা ছিল।

সোর্স

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here