প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংকেত দিলেন সোশ্যাল মিডিয়া ছাড়ার

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউব ত‍্যাগ করার ইঙ্গিত দিয়েছেন। গতকাল সোমবার অর্থাৎ 2 মার্চ তিনি এবিষয়ে একটি টুইট করেন। টুইটে তিনি জানান যে তিনি সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা ভাবছেন।

আরও পড়ুন: স‍্যামসাংকে টক্কর দিতে ভারতে আসছে ফোল্ডেবল Moto Razr, লঞ্চ হবে 16 মার্চ

নরেন্দ্র মোদী লিখেছেন, “আগামী রবিবার আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউব ছাড়ার কথা ভাবছি আপনাদের এবিষয়ে পোস্ট করে জানানো হবে।” এই টুইটের পর থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।

এই অবাক করা টুইটের পর তাঁর সমর্থকরা তাকে এমনটা না করার জন্য অনুরোধ করছে। অন‍্যদিকে বিরোধী দলের নেতা ও কর্মীরা এই টুইটের আলাদা আলাদা মানে বের করছে। দেশের অন‍্যতম রাজনৈতিক দল কংগ্ৰেসের বিখ্যাত নেতা শশী থারুর জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই ধরনের সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত বাকিদের ভাবতে বাধা করছে। 

আরও পড়ুন: দাম বাড়ল iPhone এর, জেনে নিন নতুন দাম

তিনি বলেছেন সাধারণ মানুষ আরও ভয় পাচ্ছেন এই ভেবে যে গোটা দেশে না সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম ব‍্যানড করা হয়। অনেকে আবার বলছেন প্রধানমন্ত্রী হয়ত দেশে নতুন সোশ্যাল মিডিয়া চ‍্যানেল পেশ করার পরিকল্পনা করছেন। এই জন‍্য‌ই তিনি সমস্ত প্ল‍্যাটফর্ম বন্ধ করছেন বলে মনে করা হচ্ছে। 

প্রসঙ্গত জানিয়ে রাখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্তমানে টুইটারে 5 কোটি 33 লক্ষের বেশি ফলোয়ার আছে, যেখানে দাঁড়িয়ে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের টুইটার ফলোয়ারের সংখ্যা 7 কোটি 32 লক্ষ। এছাড়া পিএম মোদী নিজে টুইটারে 2,372 জনকে ফলো করেন।

আরও পড়ুন: Vodafone-Idea এর ধামাকা, ইউজাররা পাবেন ডবল ডেটা

এক‌ইভাবে প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে লাইক আছে 4 কোটি 47 লক্ষ 33 হাজারের বেশি এবং তাঁর পেজের ফলোয়ার 4 কোটি 46 লক্ষ 10 হাজারের আশেপাশে। আবার ইনস্টাগ্রামে পিএম মোদীকে ফলো করেন 3 কোটি 52 লক্ষ মানুষ। সবার শেষে নরেন্দ্র মোদীর ইউটিউব চ‍্যানেলে 45 লক্ষ 10 হাজার সাবস্ক্রাইবার আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here